Legendary Actress Hospitalised: শারীরিক অবস্থার অবনতি, ICU- তে কিংবদন্তি অভিনেত্রী?

Actress Health Update: প্রসঙ্গে বর্ষিয়ান অভিনেত্রীর জিনাত আমান। অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অসুস্থতার কারণে। বর্তমানে সমাজমাধ্যমে তিনি দারুন সক্রিয়।

Actress Health Update: প্রসঙ্গে বর্ষিয়ান অভিনেত্রীর জিনাত আমান। অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অসুস্থতার কারণে। বর্তমানে সমাজমাধ্যমে তিনি দারুন সক্রিয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
zeenat

এখন কেমন আছেন তিনি?

Legendary Actress Hospitalised: গুরুতর অসুস্থ বর্ষিয়ান অভিনেত্রী? হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি? হঠাৎ করেই বনানী গাওয়া নেই কেন তার হেলথ এমার্জেন্সি হল? কি এমন হয়েছিল যে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করতে হলো? শারীরিক অসুস্থতা এত ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছিল যে..

Advertisment

প্রসঙ্গে বর্ষিয়ান অভিনেত্রীর জিনাত আমান। অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অসুস্থতার কারণে। বর্তমানে সমাজমাধ্যমে তিনি দারুন সক্রিয়। পুরনো দিনের নানান গল্প এক একটি ছবির মাধ্যমে তিনি সকলের সামনে আনেন। তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে ইন্ডাস্ট্রির নানান ভাঁজ তিনি আনফোল্ড করেন। তাঁর সোশ্যাল মিডিয়ার পোষ্টের জন্য অপেক্ষায় থাকেন সকলেই। কি এমন হয়েছিল তার মানে যে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হল?

Legendary Actor Passed Away: রবিবারের সকালেই দুঃসংবাদ, নক্ষত্রপতন ভা…

Advertisment

তার শারীরিক অসুস্থতা সম্পর্কে জানিয়েছিলেন পরিচালক মণীশ হরিশংকর। তার সঙ্গে নতুন প্রজেক্ট শো স্টপারে কাজ করছেন জিনাত। অভিনেত্রী সঙ্গে প্রমোশন সংক্রান্ত কোনো একটি খবর শেয়ার করতে গিয়েই তিনি জানতে পারেন যে তিনি হাসপাতালে। শুধু হাসপাতালে নয় বরং তাকে দেওয়া হয়েছে আইসিইউ-তে। পরিচালকের কথায়, "আমি যখন জিনারজির সঙ্গে প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে যাব তখনই তার পরিবারের তরফে জানতে পারলাম তার নাকি অত্যন্ত শরীর খারাপ এবং তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। সম্পূর্ণ খবরটাই আমাদের কাছে একটা শকের মত ছিল। আমরা কেউ ভাবতেও পারিনি তাকে নিয়ে কথাটা আমাদেরকে শুনতে হবে।"

এখানেই শেষ নয় পরিচালক আরো জানিয়েছিলেন, অভিনেত্রী শুধু তার সিরিজের ব্যাক-বোন কিংবা সদস্য নয়, বরং তার এনার্জি গোটা ফ্লোর কে মাতিয়ে রাখত। কিন্তু এখন তিনি কেমন আছেন? যাচ্ছে বর্তমানে তোর শারীরিক অবস্থা উন্নতির দিকে। এবং আই সি ইউ থেকে তাকে বের করা হয়েছে। আপাতত ভালই আছেন তিনি এবং শীঘ্রই, যোগ দেবেন তাই আসন্ন কাজের প্রোমশানে। শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল তার। শেষ দুটো দিন অত্যন্ত জরুরি অবস্থার পর আপাতত ভালো আছেন।

প্রসঙ্গে এর আগে দ্যা রয়ালে কাজ করেছিলেন তিনি। এখানেও তার সাজগোজ এবং চরিত্রের কারণে বেশ প্রশংসা কুড়িয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এই বয়সে এসো তিনি যে স্টাইল সেগমেন্ট এর পরিচয় দিচ্ছেন, অল্প বয়সীরা ডাহা ফেল।

Entertainment News Entertainment News Today Zeenat Aman