কিংবদন্তি কান্ট্রি-গায়ক ও অভিনেতা কেনি রজার্স প্রয়াত হলেন। মার্কিনদেশের জর্জিয়া-তে তাঁর নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি শুক্রবার রাতে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জ্যাজ, ফোক, পপ ও কান্ট্রি মিউজিক-- এই চারটি জঁরের গানেই অনবদ্য ছিলেন তিনি যদিও তাঁকে ভক্তরা কান্ট্রি-কিং বলেই অভিহিত করতেন বেশি।
Advertisment
মার্কিনদেশের হিউস্টনে জন্ম কেনি রজার্সের। এতটাই দারিদ্র্যের মধ্যে জন্ম যে ছোটবেলাটা কেটেছিল পাবলিক হাউসিংয়ে। কিন্তু তাঁর প্রতিভা তাঁকে সাফল্যের শিখরে নিয়ে যায়। সারা পৃথিবীতে তাঁর অ্যালবামগুলি কোটি কোটি কপি বিক্রি হয়েছে বিগত পাঁচ দশকে। সত্তর ও আশির দশক ছিল বিশেষ করে তাঁরই নামাঙ্কিত। ৩ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় হিট গানগুলির মধ্যে উল্লেখযোগ্য 'লুসিল', 'লেডি' এবং 'আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম'।
শুধু গায়ক হিসেবে নন, অভিনেতা হিসেবেও তিনি মার্কিন নাগরিকদের মনে রয়ে যাবেন চিরকাল। মার্কিন টিভি মুভি, দ্য গ্যাম্বলার-এ কেনি রজার্স অভিনীত চরিত্রটি কাল্ট হয়ে রয়ে গিয়েছে। প্রায় ৬০ বছরের সাঙ্গীতিক জীবন ছিল তাঁর। শেষ কনসার্ট করেছিলেন ২০১৭ সালে ৭৯ বছর বয়সে। শুনে নিতে পারেন প্রয়াত কেনি রজার্সের কিছু গান নীচের লিঙ্কটিতে--
তার পরেই পেশাগত জীবন থেকে অবসর নেন তিনি। সব ধরনের সঙ্গীতে স্বচ্ছন্দ হয়েও তিনি চিরকাল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কান্ট্রি মিউজিককেই। ২০১৫ সালে অ্যাসোসিয়েটেড প্রেস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ''হয় এমন কিছু করো যা সবাই করছে এবং সেটা খুব ভাল করে করো। অথবা এমন কিছু বেছে নাও যা কেউ করছে না তাই সেখানে অন্য কারও সঙ্গে তোমার তুলনা করার কোনও জায়গাই নেই।''