/indian-express-bangla/media/media_files/2025/11/04/daya-2025-11-04-13-35-19.jpg)
চলে গেলেন অভিনেত্রী...
মঞ্চ, চলচ্চিত্র এবং টেলিভিশন- তিন মাধ্যমেই সমান দক্ষতার পরিচয় দিয়ে, এই অভিনেত্রী, দর্শকের মন জয় করেছিলেন। ১৯৪০ সালের ১১ মার্চ জন্ম হয় এই শিল্পীর। কিশোর বয়সেই অভিনয়-জগতে পা রাখেন এবং পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-তে পড়াশোনার মাধ্যমে অভিনয়ের সাধনাকে আরও পোক্ত করেন। মারাঠি অভিনয় জগতের প্রিয় মুখ দয়া ডোংরে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।
বিয়ের পরেও দয়া ডোংরে তাঁর স্বপ্নকে থামতে দেননি। স্বামী শরদের সমর্থনেই তিনি অভিনয় চালিয়ে যান এবং পর্দায় অসাধারণ উপস্থিতি দেখান। ‘তুঝি মাঝি জোড়ি জামলি রে’, ‘নন্দা সৌখ্য ভরে’, ‘যাচাসাথী কেলা হোতা আঠাহাস’ এবং ‘লেকুরে উদান্ড জলি’–র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। দূরদর্শনের জনপ্রিয় শো ‘গজরা’-র মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান।
জীবদ্দশায় উপেক্ষিত, মৃত্যুর পর কিংবদন্তি, দারিদ্রতাই কেড়ে নিল সুরকারকে
অমরাবতীতে শিল্পী পরিবারে জন্ম হয় দয়ার। তাঁর মা যমুনাতাই মদক ছিলেন অভিনেত্রী এবং মাসি শান্তা মোদক ছিলেন গায়িকা-অভিনেত্রী। ছোটবেলা থেকেই শিল্পের পরিবেশে বেড়ে উঠলেও, দয়ার পরিচিতি প্রথম আসে অল ইন্ডিয়া রেডিওর গানের প্রতিযোগিতার মাধ্যমে। মাত্র ১৬ বছর বয়সে ‘রম্ভা’ নাটকের মাধ্যমে তিনি থিয়েটারে অভিষেক করেন। পরে পুনের ফার্গুসন কলেজে পড়ার পর এনএসডিতে ভর্তি হন, যদিও বিয়ের কারণে পড়াশোনা অসম্পূর্ণ রেখে দিতে হয়েছিল। তবুও অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা কখনও কমেনি।
সিনে-জগতে নক্ষত্রপতন, চলে গেলেন অস্কার-মনোনীত অভিনেত্রী
দয়া ডোংরে ‘মায়াবাপ’, ‘আত্মবিশ্বাস’, ‘নবরি মিলে নবরিয়ালা’, ‘নাকাব’, ‘লালচি’-সহ বহু মারাঠি ও হিন্দি ছবিতে কাজ করেছেন। টিভি ধারাবাহিক ‘নন্দ সৌখ্য ভরে’, ‘আওয়ান’ এবং ‘স্বামী’-তেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ‘মায়বাপ’ এবং ‘খ্যাটয়াল সাসু নাথাল সুন’ ছবিতে উল্লেখযোগ্য অভিনয়ের জন্য মহারাষ্ট্র সরকারের পুরস্কারও পান তিনি।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বলেন, দয়া ডোংরে ছিলেন এমন এক শিল্পী যিনি তাঁর শক্তিশালী অভিনয়ে মারাঠি শিল্পজগতে অমোচনীয় ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যু মারাঠি বিনোদন বিশ্বের এক যুগের অবসান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us