মঞ্চ ও টিভি দুনিয়ার কিংবদন্তি আর নেই, চিরঘুমে অভিনেতা

অবস্থার অবনতি হলে রবিবার তাকে রাইউইন্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আর শেষরক্ষা হয়নি। বরং সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

অবস্থার অবনতি হলে রবিবার তাকে রাইউইন্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আর শেষরক্ষা হয়নি। বরং সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

চলে গেলেন অভিনেতা...

ফের এক তারকার মৃত্যু। পড়শি দেশের এক জনপ্রিয় অভিনেতা না ফেরার দেশে। নিজের অভিনয়ের সঙ্গে সঙ্গে কমেডির দুনিয়াতেও বেশ জনপ্রিয় ছিলেন। পাকিস্তানের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেতা আনোয়ার আলী আর নেই। দীর্ঘ অসুস্থতার পর সোমবার লাহোরের একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বেশ কয়েক মাস ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার তাকে রাইউইন্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আর শেষরক্ষা হয়নি। বরং সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ আগে পক্ষাঘাত ও হৃদরোগের কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু অবস্থা স্থিতিশীল হওয়ায় পরে বাড়ি ফিরেছিলেন।

চার দশকেরও বেশি সময় ধরে আনোয়ার আলী দর্শকদের হাসি ও আনন্দ দিয়ে গেছেন। তিনি এক হাজারেরও বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন, যার মধ্যে লাহোর আর্টস কাউন্সিলের জনপ্রিয় নাটক শাদি কা লাড্ডো বিশেষভাবে স্মরণীয়। তার তীক্ষ্ণ বুদ্ধি ও অসাধারণ কমিক টাইমিং তাঁকে দেশের ঘরে ঘরে পরিচিত নাম করে তুলেছিল।

Advertisment

সহকর্মী কৌতুক অভিনেতা নাসির চিনিয়োতি গত আগস্টে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন, যা শিল্পী মহলে আনোয়ার আলীর প্রতি শ্রদ্ধার প্রতিফলন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অসংখ্য ভক্ত ও সহকর্মী শোক প্রকাশ করেছেন।  

আনোয়ার আলীর ছেলে জানিয়েছেন, হাসপাতালে ভর্তির কয়েক মাস আগেই তার বাবার স্বাস্থ্যের অবনতি শুরু হয়। তবে তার রেখে যাওয়া অসংখ্য স্মরণীয় পারফরম্যান্স চিরকাল দর্শকদের মনে আনন্দ ও হাসি জাগিয়ে রাখবে।

actor death news Entertainment News Today