Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রয়াত কিংবদন্তি পাক কমেডিয়ান উমর শরিফ, শোকস্তব্ধ কপিল শর্মা

কী বললেন শোকস্তব্ধ কপিল?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাসির জগতে নক্ষত্র পতন। পাকিস্তানি কমেডি জগতের শীর্ষ তারকা উমর শরিফ পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। যাঁরা কৌতুক রঙ্গ পছন্দ করেন তাঁদের মধ্যে অনেকেই এঁরর ভক্ত। জিও টিভির 'দ্য শরিফ শো' সম্পর্কে যাঁরা জানেন তাঁদের কাছেই পরিস্ফুট তাঁর প্রতিভার স্বরূপ। 

Advertisment

৬৬ বছর বয়স হয়েছিল তাঁর। শারীরিক ভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। শেষদিকে বেশিরভাগ সময় হুইল চেয়ারেই কাটিয়েছেন। অবশেষে জার্মানিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্র অনুযায়ী, দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। সেই কারণবশত আমেরিকাতে চিকিৎসার প্রয়োজনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যেই মৃত্যু হয় তাঁর। 

শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভারতীয় কৌতুক জগতের রাজা কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, বিদায় কিংবদন্তি। আপনার আত্মার শান্তি কামনা করি। 

পাকিস্তানের জার্মান রাষ্ট্রদূত মহম্মদ ফয়সল নিজেই খবরটি পৌঁছেছেন সকলের উদ্দেশ্যে। তিনিও শোক জ্ঞাপনের সঙ্গেই জানান পরিবারের সকলের জন্য সমবেদনা।এমনকি সবরকম বন্দোবস্ত দায়িত্ব সহকারে করছেন কমান্ডিং জেনারেল। পূর্বে তাঁর স্ত্রী জারিন নানান বিষয়ে তাঁর শরীর সম্পর্কিত তথ্য শেয়ার করতেন সোশাল মিডিয়ায়। 

অল্প বয়সেই কমেডি জগতে যাত্রা শুরু করেছিলেন তিনি। খ্যাতি এবং অঢেল ভালবাসাও পেয়েছিলেন দর্শকদের থেকে। ১৯৯২ সালে জাতীয় পুরস্কার দ্বারা ভূষিত হন। পরবর্তীতে পরিচালক, অভিনেতা এবং নানান পরিসরে কাজ করেছেন। 

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kapil sharma pakistan umer shariff comedian
Advertisment