Advertisment
Presenting Partner
Desktop GIF

ঘুলের পর নেটফ্লিক্সের পরবর্তী সিরিজ লায়লা

পরিচালক দীপা মেহেতা, শঙ্কর রামন ও পবন কুমারের পরিচালনায় ডেস্টোপিয়ান ড্রামা লায়লা। মুখ্য ভূমিকায় হুমা কুরেশি। প্রয়াগ আকবরের বই লায়লা-অনুসরণেই তৈরি হচ্ছে এই সিরিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নতুন ডেস্টোপিয়ান ড্রামা লায়লা।

সেক্রেড গেমস ও ঘুলের মুক্তির পর নেটফ্লিক্স ভারতে অকল্পনীয় ব্যবসা করেছে। এই দুটো সিরিজের ফলে এদেশে নেটফ্লিক্সের স্ট্রিমিং বেড়েছে একথা মেনে নিয়েছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষও। সিঙ্গাপুরে 'হোয়াটস নেকস্ট: এশিয়া' অনুষ্ঠানে এই দৈত্যস্বরূপ স্ট্রিমিং দুনিয়া ঘোষনা করেছিল অনেক অরিজিনাল সিরিজ ও ছবি তৈরির কথা এবং এর প্রত্যেকটাই তৈরি হবে ভারতের প্রেক্ষাপটে। সেই মতো পরিচালক দীপা মেহেতা, শঙ্কর রামন ও পবন কুমারের পরিচালনায় আসছে ডেস্টোপিয়ান ড্রামা লায়লা। মুখ্য ভূমিকায় হুমা কুরেশি।

Advertisment

পরিচালক দীপা মেহেতা সঙ্গে ইনস্টাগ্রামে প্রথম ছবি প্রকাশ করেছেন হুমা কুরেশি। সেই সঙ্গে জানিয়েছে লায়লা নিয়ে কাজ করে খুশি তিনি।

View this post on Instagram

My sublime director ???? #DeepaMehta #Leila @netflix_in #onset #fun

A post shared by Huma Qureshi (@iamhumaq) on

আরও পড়ুন, ঘুলের চিত্রনাট্যটারই সার্বজনীন আবেদন আছে: রাধিকা আপ্তে

প্রয়াগ আকবরের বই লায়লা-অনুসরণেই তৈরি হচ্ছে এই সিরিজ। এই ডেস্টোপিয়ান ড্রামা তৈরি হয় এমন একটা প্রেক্ষাপটে যেখানে, শালিনী তার দু বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে মরিয়া। শালিনী, একসময়ে যে ধনী ছিল সেই এখন একটি লোককে নিযুক্ত করেন যিনি সর্বক্ষণ তাঁর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেরাচ্ছেন। একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিল সে, এখন মেয়ে হারিয়ে যাওয়ার পর অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হয়েছেন।

২০১৯ আসতে চলেছে নেটফ্লিক্সের ছয় পর্বের সিরিজ লায়লা।

Read the full story in English 

Netflix
Advertisment