হলিউড স্টার লিওনার্দো দি ক্যাপ্রিও এবং পরিচালক মার্টিন স্করসিসি আবারও একসঙ্গে। সৌজন্যে ছবি 'কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন'। এরিক রোথ লিখেছেন এই ছবির চিত্রনাট্য, ডেভিড গ্রানের বই কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। স্করসিসি বলেন, ''যখন আমি ডেভিড গ্রানের বইটা পড়ি, যেন সঙ্গে সঙ্গে সেটা সামনে দেখতে পেয়েছি- সেই মানুষজন, সেই আশপাশ, সেই গতি সবটা। তখনই বুঝেছিলাম এই গল্পটা দিয়ে আমাকে ছবি বানাতেই হবে''।
তিনি আরও বলেছিলেন, ''এরিক রোথের সঙ্গে কাজ করতে আমি ভীষণ উৎসাহী ছিলাম এবং আবারও লিওনার্দো দি ক্যাপ্রিওকে পাওয়া। এই আমেরিকান গল্পকে পর্দায় নিয়ে আসার এর থেকে ভাল কিছু হতে পারেনা''। ১৯২০ র ওকলাহামার প্রেক্ষাপটে রচিত এই কাহিনি ওসেজ জাতিকে কেন্দ্র করে গড়ে ওঠে । মাথাপিছু আয়ের হিসেবে এরাই সে সময়ে সব থেকে ধনী ছিল এবংতাদের এলাকায় তেল আবিষ্কার হওয়ার পর এক এক করে মানুষ খুন হতে থাকে। মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পর এফবিআই মামলা হাতে নেয়। আর তার পরেই মার্কিন দেশের বেশ কিছু ষড়যন্ত্র ও মারাত্মক অপরাধগুলো সামনে চলে আসে।
আরও পড়ুন, সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের দিকে এগোচ্ছে নেটফ্লিক্স
এই প্রজেক্টের মাধ্যমেই ষষ্ঠ ছবিতে একসঙ্গে কাজ করছেন দি ক্যাপ্রিও ও স্করসিসি। সদ্য তাঁরা অস্কারে মনোনীত 'দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট'-এ কাজ করেছেন। বর্তমানে কোয়ান্টিন ট্যারান্টিনোর 'ওয়ানস আপ অন অ্য টাইম ইন হলিউড' ছবিতে কাজ করছেন লিওনার্দো দি ক্যাপ্রিও। আর মার্টিন স্করসিসির হাতে রয়েছে নেটফ্লিক্সের 'দ্য আইরিশম্যান'-এর পোস্ট প্রোডাকশনের কাজ।
Read full story in English