Advertisment
Presenting Partner
Desktop GIF

'হেমন্ত কুমার'-এর সেরা দশ কালজয়ী হিন্দি গান

'আমার গানের স্বরলিপি লেখা রবে...'। সত্যিই তো, স্বরলিপি রয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় রয়ে গেছেন গানে গানে। আমাদের হেমন্তবাবু। বাংলার বাইরে 'হেমন্ত কুমার'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ তাঁর শতবর্ষের জন্মদিন। এই সময়ের তরুণ প্রজন্ম হেমন্ত মুখোপাধ্যায়কে পায়নি। এমন কী তাঁর চলে যাওয়ারও সাক্ষী নয় এই প্রজন্ম। শুধু কানে শোনা তাঁর ব্যারিটোন। শোনা যায় তাঁর অন্তিমযাত্রায় বেজেছিল তাঁরই গান, 'আমার গানের স্বরলিপি লেখা রবে...'। আজ কেন জানি বারবার কানে বাজছে সেই সুর। সত্যিই তো, স্বরলিপি রয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় রয়ে গেছেন গানে গানে। আমাদের হেমন্তবাবু। বাংলার বাইরে 'হেমন্ত কুমার'।

Advertisment

শতবর্ষের জন্মদিনে রইল হেমন্ত কুমারের বাছাই করা দশটি হিন্দি গানের তালিকা

ইয়ে নয়ন ডরে ডরে

তুম পুকার লো

হ্যায় আপনা দিল তো আওয়ারা

ইয়াদ কিয়া দিল নে

তেরি দুনিয়া মে

না তুম হামে জানো

বেকরার করকে হমে

ইয়া দিল কি সুনো

সুন যা দিল কি দাস্তাঁ

জানে ওয়হ ক্যায়সে

Advertisment