করোনার প্রার্দুভাবে শুধু যে আমাদের দেশে এরকম অবস্থা তা ভাবার কোনও কারণ নেই। সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। এদিকে মানুষ তো গৃহবন্দী হয়ে কোনও রকমে নয় দিন চালিয়ে নিচ্ছে। কিন্তু সমস্যা পড়েছে রাস্তার কুকুররা। অভুক্ত, অসহায় অবস্থা তাদের। যদিও বারবার তারকারা সোশাল মিডিয়ায় পথের কুকুর, বেড়ালদের সাহায্য করার কথা বলেছেন।
আবার বেশ কিছু তারকা নিজেই নেমে এসেছেন রাস্তায়। কলকাতায় শ্রীলেখা মিত্র, দেবলীনা দত্তের মতো অভিনেত্রীরা তাদের কাজ করে চলেছেন নিরলস। এদিন পথ কুকুরদের নিজের হাতে করে খাওয়াতে দেখা গেল আরও এক তারকাকে। তিনি অভিনেত্রী জয়া আহসান।
বিগত পাঁচদিন ধরে ২৫টি কুকুরকে নিজের হাতে খাবার ও জল খাওয়াচ্ছেন জয়া। এদিন জয়ার দাদা অদিত মাসুদ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই প্রকাশ্যে সেই খবর। হাতে গ্লাভস, মুখে মাস্ক লাগিয়ে নিরন্তন কুকুরদের খাইয়ে যাচ্ছেন তিনি।
ফোটো-জয়ার ফেসবুক পেজ থেকে।
আরও পড়ুন, ঋত্বিকের জন্মদিনে তাঁর অভিনীত কিছু সেরা ছবির একনজরে
হাতে বেশকিছু কাজ অসম্পূর্ণ ছিল তাঁর, কিন্তু করোনাভাইরাসের জেরে সব কাজ এখন বন্ধ। বাংলাদেশেও পরিস্থিতিটা একই। অর্ধাঙ্গিনী ছবির ডাবিং এখনও শেষ হয়নি। সবটা স্বাভাবিক হলে তবেই তো কাজ! এদিকে হইচইয়ে দেখা যাবে জয়ার শেষ ছবি রবিবার।
দেশে করোনা আক্রান্ত বেড়ে হল১,৬৩৭। মৃত ৩৮। এক দিনে সংক্রমণের কোপে ২৪০ জন।দিল্লি সরকারি হাসপাতালের তিন ডাক্তার কোভিড-১৯ পজেটিভ। ডাক্তার দম্পতির শারীরিক পরীক্ষায় কোরনার জীবাণু ধরা পড়েছে। এছাড়াও করোনা আক্রান্ত দিল্লি স্টেট ক্যানসার ইন্সটিটিউটে কর্মরক এক সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসকও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন