Advertisment

নায়িকা হওয়া হল না কেন? লকেট অভিযোগের আঙুল তুললেন ঋতুপর্ণার দিকে!

কেন একথা বললেন লকেট?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rituparna sengupta, locket chatterjee,trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

লকেট-ঋতুপর্ণা

ইন্ডাস্ট্রির বুকে স্বজন পোষণ নিয়ে নানা সময় নানা মানুষ আঙ্গুল তুলেছেন। কেউ কেউ আবার এমনও বলেছেন এখানে এই নিয়মেই কাজ হয়। আবার কেউ বলেছেন, এখানে সবটাই শো অফ। যদিও, আসলে কী সেটা নিয়ে আজও অনেক ধোঁয়াশা রয়েছে। নতুন নায়ক নায়িকারা সহজে কিছু পান না এখানে, তাঁদের লড়তে হয়। অর্জন করতে হয়।

Advertisment

কিন্তু, লকেট চট্টোপাধ্যায় এর নায়িকা হওয়া হল না কেন? তাঁর নেপথ্যে কি অন্য কোনও কারণ রয়েছে? এমনটাই শোনা গেল অভিনেত্রীর মুখে। দায়ী করলেন অনেক কিছুকেই। তারকারা, সবসময় পরিচালক থেকে প্রযোজকদের হাত ধরে থাকেন। অনেকের তরফেই জানা গিয়েছিল প্রযোজকরা একদল নায়ক নায়িকাদের বেছে নিয়েছেন নিজের তরফে। এর বাইরে তাঁরা বেরোতে পারেন না। এমনই একটি কথা শোনা গেল লকেট চট্টোপাধ্যায় এর মুখে।

তিনি অপুর সংসারে এসেই খোলসা করেছিলেন আসলেই কেন নায়িকা হওয়া হল না। অভিনেত্রী সোজা ইঙ্গিত করলেন টলিউডের বিগ শটদের দিকে। বললেন...

"আমি জানি না কেন? আমার মনে হয় এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যার মধ্যে, পরিচালক, অভিনেতারা সকলেই রয়েছেন। লকেট এও বলেন... তখনকার দিনে অনেক তারকারা ছিলেন। বুম্বাদা ছিলেন, ঋতু দি, রচনা ছিলেন। আর পরিচালকরা তখন এক্সপ্লোর করতে ভয় পেতেন। ভাবতেন, নতুন যদি কেউ হয়, তাহলে যদি কোনও সমস্যা হয়। যদি ছবি টা ফ্লপ হয়। এইসব ভেবে হয়তো, নতুনদের নিয়ে তারা এক্সপেরিমেন্ট করত না। সেকারণেই আমি দ্বিতীয় লিড হয়েছি কিন্তু ফার্স্ট লিড না।"

যদিও, টলিউডের বদলানোর শুরুতে তিনি ছিলেন। ছ এ ছুটি, বাইবাই ব্যাংকক এসব ছবিতে কাজ করেছেন লকেট। বললেন, একটা সময় এমন এল যে নতুনদের নিয়েই ঘাটাঘাটি শুরু হল। তখন পরিচালকরা ফ্রেশ পেয়ার চাইছেন। আমরা আবার তখন একটু পাল্টে গিয়েছি। এসব কারণ গুলোই হয়তো। যদিও এখন তিনি পুরোটাই রাজনীতিতে জুড়েছেন। সেইভাবে বিনোদনের জগতে তাঁকে দেখা যায় না।

tollywood Locket Chatterjee Entertainment News
Advertisment