Advertisment
Presenting Partner
Desktop GIF

TMC Candidate List: ভোটের উত্তাপ সোশ্যাল মিডিয়ায়, রচনা-লকেটকে নিয়ে মিমযুদ্ধে নেটজনতা

Locket vs Rachna: লকেট এবং রচনার সিনেমাটিক লড়াই শেষে রাজনৈতিক লড়াই? ভাইরাল ভিডিও!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tmc election, rachna banerjee, locket chatterjee

Rachna Vs Locket: হুগলীর দুই প্রার্থীকে নিয়ে মহা শোরগোল - ছবি/ ত্যাগ সিনেমার একটি দৃশ্য

রচনা বন্দোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। হুগলির লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে নানা হাস্যরস। একই লোকসভায় দুই নায়িকা, কেউ কেউ এমনও বলছেন নায়িকা সংঘাত হতে চলেছে এবার হুগলিতে।

Advertisment

সোশ্যাল মিডিয়া জুড়ে, ভাইরাল তাঁদের দুজনের পুরনো ছবি ত্যাগের একটি ক্লিপিং। সেই ছবিতে কাজ করেছিলেন লকেট এবং রচনা। লকেট চট্টোপাধ্যায়, ২০১৯ সালে জিতেছিলেন হুগলি লোকসভা থেকে। এবার সেখানেই তাঁর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে রচনা বন্দোপাধ্যায়কে। ফলেই, শুরু হয়েছে নানা চর্চা।

যেই ভিডিওটি ভাইরাল -

একটি দৃশ্য যেখানে দেখা যাচ্ছে লকেট ছবি তুলতে গিয়েছেন। এবং, তাঁকে ছবি তুলতে বাঁধা দিয়ে রচনা এগিয়ে যান। শুধু তাই নয়, এও বলেন এবার একটি ছবি তুলুন। আর এই দৃশ্য দেখেই যেন হেসে কুল নেটদুনিয়া। শুধু তাই নয়, রীতিমতো হাসির খোরাক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গতকাল, জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৪২ জন প্রার্থীর নাম। সেখানেই দেখা গিয়েছে দিদির একদম সঙ্গে ছিলেন রচনা বন্দোপাধ্যায়। তিনি হুগলির হয়ে দাঁড়াচ্ছেন এবার। অনেকে এমন দাবি করেছেন, যে তিনি হয়তো জিততেও পারেন। হাসাহাসি চরম পর্যায়ে পৌঁছেছে।

উল্লেখ্য, আগামী দিনে কী হতে চলেছে সেটা তো সময় বলবে। তবে, অভিনেত্রী যেদিন নবান্ন থেকে বেরিয়েছিলেন, সেদিনই অনেকে দাবি করেছিলেন হয়তো রাজনীতির মঞ্চে তিনি আসতে পারেন। আবার কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির মঞ্চে দেখে সিলমোহর দিয়েছিলেন এই খবরে। গতকাল সেটাই সত্যি হয়েছে। একদিকে, যখন মিমি - নুসরত এবং সায়ন্তিকা জায়গা পেলেন না। অন্যদিকে, রচনা নতুন সংযোজন হিসেবে জায়গা করে নিলেন।

Rachna Banerjee Locket Chatterjee Entertainment News
Advertisment