Advertisment
Presenting Partner
Desktop GIF

এক নজরে লোকসভা নির্বাচনে সেলিব্রিটি প্রার্থী তালিকা

বহু সিনেমা ও টেলিভিশন তারকারা রাজনৈতিক দুনিয়ায় পা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম নাম সানি দেওল ও ঊর্মিলা মাতন্ডকর। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীও রয়েছেন এই রাজনৈতিক জগতে।

author-image
IE Bangla Web Desk
New Update
celebrity candidates fared

দেশ থেকে জয়ী তারকা প্রার্থীরা।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ভোটের ফলাফল এবং ভারতীয় জনতা পার্টি ২০১৪ থেকেও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে ২০১৯এ। এদিকে বহু সিনেমা ও টেলিভিশন তারকারা রাজনৈতিক দুনিয়ায় পা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম নাম সানি দেওল ও ঊর্মিলা মাতন্ডকর। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীও রয়েছেন এই রাজনৈতিক জগতে।

Advertisment

যে সমস্ত সেলিব্রিটিরা ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন নীচে এক নজরে সেই তারকা লিস্ট:

১. স্মৃতি ইরানি- আমেঠি-জয়ী

২. সানি দেওল (বিজেপি)-গুরুদাসপুর-জয়ী

৩. ঊর্মিলা মাতন্ডকর (কংগ্রেস)- উত্তর মুম্বই-হেরেছেন

৪. নুসরত জাহান (টিএমসি)-বসিরহাট-জয়ী

৫.মিমি চক্রবর্তী (টিএমসি)-যাদবপুর-জয়ী

৬. প্রকাশ রাজ (নির্দল)-ব্যাঙ্গালোর সেন্ট্রাল- হেরেছেন

৭. শত্রুঘ্ন সিনহা (কংগ্রেস)-পাটনা শাহিব-হেরেছেন

৮.দেব (টিএমসি)- ঘাটাল-জয়ী

৯. হেমা মালিনী (বিজেপি)- মধুরা--জয়ী

১০. জয়া প্রদা (বিজেপি)-রামপুর-হেরেছেন

১১. রবি কিষণ (বিজপি)-গোরখপুর-জয়ী

১২. হংস রাজ হংস (বিজেপি)- উত্তর-পশ্চিম দিল্লি-জয়ী

১৩.মনোজ তিওয়ারি (বিজেপি)-উত্তপ-পূর্ব দিল্লি- জয়ী

১৪. মুনমুন সেন (টিএমসি)- আসানসোল-হরেছেন

১৫. বাবুল সুপ্রিয় (বিজেপি)-আসানসোল-জয়ী

১৬. নিখিল কুমারস্বামী ( জেডিএস)- হেরেছেন

১৭. কিরণ খের (বিজেপি)- চণ্ডীগড়- জয়ী

bollywood General Election 2019
Advertisment