lokkhi chele bengali film trailer out : 'লক্ষ্মী ছেলে'দের স্পর্ধা দেখাতে আসছে উজান, রইল রোমাঞ্চকর ট্রেলার | Indian Express Bangla

‘লক্ষ্মী ছেলে’দের স্পর্ধা দেখাতে আসছে উজান, রইল রোমাঞ্চকর ট্রেলার

স্পর্ধা-দুঃসাহসে হার না মানা ‘লক্ষ্মী ছেলেদের’ গল্প বলবেন শিবপ্রসাদ-নন্দিতা।

‘লক্ষ্মী ছেলে’দের স্পর্ধা দেখাতে আসছে উজান, রইল রোমাঞ্চকর ট্রেলার
শিবু নন্দিতার 'লক্ষ্মী ছেলে'

স্পর্ধা এবং দুঃসাহসের পরিণতি এই সমাজে ঠিক কিরকম, একথা অজানা নয়। আর এই সমাজের যাই একটু অন্যধরনের তার ওপর সকলের নজর যেন অত্যন্ত বেশি। শিবপ্রসাদ নন্দিতার ‘লক্ষ্মী ছেলে’ বলবে লক্ষ্মীকে বাঁচাতে এক দুঃসাহসী ছেলের লড়াই।

পেশায় ডাক্তারির ছাত্র আমির হুসেন, যার কাছে জাত ধর্ম বর্ণ সবকিছুর ওপরে একজন মানুষ। গ্রামের মেলায় ঘুরতে এসেই চক্ষু চড়কগাছ। চার হাতের কন্যাসন্তান এবং এই প্রজন্মের তাকে বাঁচানোর গল্প। যারা কাউকে ভয় করে না, বিপদের মুখে রুখে দাঁড়াতে তাদের একটুও সংকোচ নেই। একশ বছর ধরে নিচু জাতির অপবাদ, অপমান সহ্যের লড়াই। সমাজের চোখে সত্যি তুলে ধরার এক সংগ্রাম।

আরও পড়ুন [ মণিকর্ণিকার শহরে দেব, সকাল সকাল কাশী বিশ্বনাথে অভিনেতা ]

যুক্তি তক্কো, লাভ ক্ষতির বাইরে একজন বাস্তবের দেবীকে বাঁচানোর লড়াই। তার অসংখ্য প্রতিকূলতা। বিপদ আপদের তোয়াক্কা না করে, এগিয়ে গিয়ে সবকিছু জিতে আসার লড়াই। মানুষকে বাঁচানোর থেকে বড় আর যেন কিছুই হয় না। আর লক্ষ্মীকে যে বাঁচাতে পারে তাদেরই গল্প নিয়ে আসছে লক্ষ্মী ছেলে।

আবারও শিবু নন্দিতার জুটি কামাল করতে চলেছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। অভিনয় করেছেন, উজান গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, আরও অন্যান্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Lokkhi chele bengali film trailer out

Next Story
মণিকর্ণিকার শহরে দেব, সকাল সকাল কাশী বিশ্বনাথে অভিনেতা