/indian-express-bangla/media/media_files/2025/09/02/lakkhi-2025-09-02-11-36-03.jpg)
কেমন হতে চলেছে এই ছবি?
/indian-express-bangla/media/media_files/2025/09/02/lakkhi-2025-09-02-11-36-03.jpg)
“লক্ষ্মীকান্তপুর লোকাল” কলকাতার হৃদয়ে বসবাসকারী তিনটি ভিন্ন পরিবারের গল্প। শহরের আলাদা প্রান্তে থাকা এই দম্পতিরা প্রত্যেকে স্বপ্ন পূরণের জন্য লড়াই করে চলেছে আনন্দের শহরে। কিন্তু একের পর এক অপ্রত্যাশিত পরিস্থিতি তাদের জীবনে এমন এক পর্যায়ে নিয়ে আসে, যেখানে পরিবারের ভরসা হয়ে ওঠে একজন গৃহকর্মী।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p1-2025-09-02-11-37-23.jpg)
এই ছবির কেন্দ্রে রয়েছে লক্ষ্মীকান্তপুর থেকে প্রতিদিন কলকাতায় আসা সেই গৃহকর্মীরা- যাদের চোখ দিয়ে আমরা দেখি সম্পর্কের নানান স্তর, সংগ্রাম, ভালোবাসা এবং টানাপোড়েন। কীভাবে এরা শুধু সহায়ক নয়, বরং একে অপরের পরিবারের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, সেটিই সিনেমার আসল প্রাণ।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p2-2025-09-02-11-37-43.jpg)
এই ছবির মুল কেন্দ্রে রয়েছেন তিন দম্পতি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর ভুমিকায় আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p3-2025-09-02-11-38-00.jpg)
এছাড়াও প্রযোজক সঙ্গীতা সিনহা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন আরেক দম্পতির ভুমিকায়। সঙ্গীতা এই ছবির প্রযোজকও। বলছেন, "আমার প্রযোজনা সংস্থা অ্যাঞ্জেল ক্রিয়েশনস আগে বহু ছবি প্রযোজনা করেছে, তবে এবার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। কারণ, প্রযোজনার পাশাপাশি আমি নিজেও গুরুত্বপূর্ণ এক চরিত্রে পর্দায় উপস্থিত হচ্ছি। শক্তিশালী কাস্ট, প্রাণবন্ত সঙ্গীত এবং প্রখ্যাত নির্মাতা রাম কমল মুখার্জির পরিচালনায় এই কাজ করতে পারা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p4-2025-09-02-11-38-30.jpg)
আরেক দম্পতির ভুমিকায় রয়েছেন জন ভট্টাচার্য এবং রাজনন্দিনী পাল। দুজনেই ইন্ডাস্ট্রির নতুন মুখ, এবং যথেষ্ট জনপ্রিয়।
/indian-express-bangla/media/media_files/2025/09/02/533546551_18522290728049272_6595523232941821947_n-2025-09-02-11-38-53.jpg)
ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এর আগে বিনোদিনী ছবির মাধ্যমে বাংলার বুকে আলোড়ন ফেলেছিলেন। তবে, এবার সম্পূর্ণ নতুন কনটেন্ট নিয়ে আসছেন। তিনি লক্ষীকান্তপুর প্রসঙ্গে বলছেন...
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p3-2025-09-02-11-39-23.jpeg)
“আমার নতুন বাংলা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল-এর টিজার শেয়ার করতে পেরে আমি সত্যিই আপ্লুত। এই ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। আমার প্রযোজক সঙ্গীতা সিনহা এবং নির্বাহী প্রযোজক সৌমিত্র ভান্ডারীর সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। দর্শকদের জন্য এই ছবির কাস্ট নিয়ে রয়েছে একাধিক চমক, যা আমরা প্রকাশ করব ৮ সেপ্টেম্বর, ২০২৫।”
/indian-express-bangla/media/media_files/2025/09/02/p5-2025-09-02-11-39-58.jpg)
এছাড়াও ছবিতে হাউস হেল্পের ভুমিকায় দেখা যাবে তিন অসামান্য অভিনেত্রীকে। তাঁরা পাওলি দাম, চান্দ্রেয়ী ঘোষ, এবং অন্যজন সায়নী ঘোষ।