নজর এখন শুধুই ৪ তারিখ। ভোট দিয়ে এসেই টলিপাড়ার দুই নায়িকা এমনই জানালেন। দুজনেই দেরি করে গিয়েছিলেন, আর তারপর নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করেই বললেন নানা কথা।
Advertisment
অপরাজিতা আঢ্য এবং কৌশানী মুখোপাধ্যায় দুজনেই বেলার দিকে খেয়েদেয়ে গিয়েছিলেন ভোট দিতে। এবারের মতো লোকসভা নির্বাচন সম্পন্ন। এবার চোখ শুধু ৪ তারিখ। সেদিন গণনার পরেই জানা যাবে কী ঘটল আসলে। দিল্লির মসনদে কে বসতে চলেছেন, তা জানতে বেজায় আগ্রহী দুই নায়িকা। কৌশানি এবং অপরাজিতার কথায় ঠিক এমনটাই বোঝা গেল।
ভোট মানেই সাদা পোশাক। তাঁরা দুজনেই এক্ষেত্রে ব্যতিক্রম না। আর দুজনেই ভোটের দিন নিজেদের অধিকার প্রয়োগ করে এসে বেশ গর্বিত। কৌশানি বলছেন...
"আমার ভোট হয়ে গিয়েছে। সকলে আশা করছি নিজের দায়িত্ব পালন করেছেন। আমি দেরি করেই গিয়েছিলাম, খেয়েদেয়ে। ফাঁকায় ফাঁকায় ভোট দিলাম। খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবার শুধুই ৪ তারিখের দিকে চোখ।" অন্যদিকে অপরাজিতা বলছেন..."আশা করি সকলের ভোট দেওয়া হয় গিয়েছে। আমি দেরি করেই গিয়েছিলাম। এবার নজর থাকবে ৪ তারিখের দিকে।"
ফলে, দেশের আর পাঁচজনের মতোই যে টলিপাড়ার অনেকেই চার তারিখ নজর রাখছেন সেটা স্বাভাবিক। দিল্লি মসনদে কে বসছেন জানতে আগ্রহী অনেকেই।