Advertisment

Bollywood Divorces: বিয়ের তুলনায় বিচ্ছেদের সংখ্যা বেশি, এবছর দাম্পত্যে ইতি টেনেছেন কোন তারকারা?

Industry Divorces: তারকাদের মধ্যে বিচ্ছেদ নতুন ঘটনা নয়। কিন্তু এবছর এমন কিছু কিছু বিচ্ছেদ হয়েছে যেটি যথেষ্ট অদ্ভুত এবং কিছু কিছু পূর্ব লিখিত।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
hardik pandya- a r rahman divorce

Bollywood Divorces: কারা কারা এবছর ইতি টেনেছেন দাম্পত্যে?

বলিউডের বুকে গোটা বছর জুড়ে নানা ঘটনা ঘটেছে। যার মধ্যে ইন্ডাস্ট্রির তারকাদের বিচ্ছেদ সবসময় চর্চায় ছিল। তাঁর থেকেও বলা বাহুল্য, মানুষের আগ্রহের বিষয় ছিল তাঁদের বিচ্ছেদ। সেই তালিকায় রয়েছেন অনেকেই। গোটা বলিউড যেমন এই বছরের শুরুর থেকে আম্বানি পরিবারে নেচে গিয়েছেন, তেমনই বিচ্ছেদ পর্যন্ত হয়েছে।

Advertisment

যদিও তারকাদের মধ্যে বিচ্ছেদ নতুন ঘটনা নয়। কিন্তু এবছর এমন কিছু কিছু বিচ্ছেদ হয়েছে যেটি যথেষ্ট অদ্ভুত এবং কিছু কিছু পূর্ব লিখিত। তাঁর মধ্যে অবশ্যই রয়েছেন ঐশ্বর্য রজনীকান্ত এবং ধনুশ। রজনীকান্ত কন্যা এবং দক্ষিণী সুপারস্টারের বিচ্ছেদের কথা বহুদিন ধরে হওয়ার কথা ছিল। আর এই কিছুদিন আগেই সেটা সম্ভব হয়েছে। কিন্তু...

যে ডিভোর্স গুলির ভাবনাও ছিল না, সেগুলি বেশ চর্চায় উঠে আসে। যেমন? প্রথম যে বিয়েটি এবছর ভাঙ্গে সেটি হল নাতাশা এবং হার্দিক। তাঁরা তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন এবং এর পরবর্তীতে দেখা যায় নাতাশা রাশিয়া ফিরে যান। যদিও বা সন্তান অগস্ত্যর দায়িত্ব তাঁরা ভাগ করে নেন। এমনকি বিচ্ছেদ ঘোষণার শুরুর দিকে জানা যায়, অভিনেত্রী নাতাশা একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও পরবর্তিতে শোনা যায় হার্দিক নিজেও জড়িয়েছেন সম্পর্কে। কিন্তু, ব্যক্তিগত স্তরে তাঁরা নতুন সম্পর্ক নিয়ে কিছুই জানান নি। 

Advertisment

মাঝখানে শোনা যায়, হেমা মালিনী এবং ধরমেন্দ্র কন্যা এশা দেওল তাঁর সঙ্গী ভরতের সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন। ভরত অন্য সম্পর্কে জড়িয়েছেন এমনটাও শোনা গিয়েছিল। এছাড়া, আরও কানে আসে এশা মায়ের বাড়িতেই থাকতে শুরু করেছিলেন।

  

তাঁর থেকেও বড় ঘটনা ঘটে যখন দেখা যায়, সঙ্গীত পরিচালক এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা নিজেদের বিচ্ছেদের ঘোষণা করেছেন। ২৯ বছর পর তাঁরা নিজেদের দাম্পত্যে ইতি টানার ঘোষণা করেছেন। রহমান জানিয়েছিলেন, এই বিচ্ছেদ খুব কষ্টের। কিন্তু নানা পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিন্তু কেন এই বিচ্ছেদ বা কিছু তাঁর কারণ হিসেবে তাঁরা ব্যক্তিগত সমস্যাকে ইঙ্গিত করেছেন। সম্পূর্ন বিষয় খুব অদ্ভুত ঠেকে তাঁর ভক্তদের কাছে।

এরপরই নিজেদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা করেন ঐশ্বর্য এবং ধনুশ। নভেম্বর মাসেই তাঁরা দীর্ঘ পরিকল্পনার পর আলাদা হয়েছেন। বিয়ের কথা বলতে গেলে, আম্বানি পরিবারের বিয়ে ছিল চর্চায়। সেখানেই জমা হয়েছিলেন বলিউডের সব তারকারা।

A. R. Rahman Dhanush Aishwaryaa Rajinikanth Esha Deol
Advertisment