15th Anniversary of Veer Zaara: বলিউডের অন্যতম সেরা ব্লকবাস্টারগুলির একটি হল যশ চোপড়া পরিচালিত ছবি ‘বীর-জারা’। ২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ খান, প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি। একদিকে যেমন এই ছবিতে রয়েছে ভারত-পাকিস্তান মৈত্রীর প্রসঙ্গ, তেমনই যশ চোপড়ার সিগনেচার স্টাইল, বলিউডি চিরন্তন প্রেমের গল্প বলে এই ছবি।
ছবির ১৫তম বার্ষিকীতে এক নজরে ছবি সম্পর্কিত কিছু জানা-অজানা কিছু তথ্য–
১) এই ছবিতে তিনটি মুখ্য চরিত্র। একটি হল রানি মুখোপাধ্যায়-অভিনীত সামিয়া সিদ্দিকী। এই চরিত্রটি একটি বাস্তব চরিত্র দ্বারা অনুপ্রাণিত। তিনি হলেন পাকিস্তানের মানবাধিকার সৈনিক এবং বিখ্যাত আইনজীবী আসমা জাহাঙ্গির।
২) সামিয়া সিদ্দিকী চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল ঐশ্বর্য রাইকে কিন্তু তিনি রাজি হননি। তার পরেই রানি মুখোপাধ্যায়কে কাস্টিং করা হয়।
আরও পড়ুন: সিদ্ধার্থের কাছে ক্ষমা চাইলেন দেবলীনার মা
৩) আগে ভাবা হয়েছিল এই ছবির নাম রাখা হবে, ইয়ে কাঁহা আ গয়ে হম, সিলসিলা ছবির সেই বিখ্যাত গান অনুসরণে। পরে যশ চোপড়া নিজেই নামটি বদলে রাখেন ‘বীর-জারা’, ছবির এপিকধর্মী উপস্থাপনার কথা মাথায় রেখে।
৪) এই ছবিতে যতগুলি জেলের দৃশ্য রয়েছে, শোনা যায় সেই সবগুলিই একইদিনে শুট করা হয়েছিল। জেলের বেশিরভাগ দৃশ্যই ছিল রানি মুখোপাধ্যায় ও শাহরুখ খানের সঙ্গে। দুই অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রী খুব অল্প সময়ের মধ্যেই পরিচালকের মনোমত শটগুলি শেষ করতে পেরেছিলেন যা বেশ বিরল।
৫) এই ছবির গান বলিউড সঙ্গীতের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির একটি বড় অংশে ছিল আশির দশকের গল্প। যশ চোপড়া তাঁর ছবির গান নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। তাঁর মনে হয়েছিল এই ছবির যা মেজাজ, সেই অনুযায়ী একমাত্র গান কম্পোজ করতে পারেন প্রয়াত মদনমোহন। তাই তিনি সমসাময়িক কোনও কম্পোজারকে সঙ্গীত পরিচালককে দায়িত্ব না দিয়ে মদনমোহনের রেখে যাওয়া, সুরকারের আর্কাইভ করা অপ্রকাশিত সৃষ্টির উপরই ভরসা রেখেছিলেন। প্রয়াত মদনমোহনের আর্কাইভের ১০০টি টিউনের থেকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয় ৩৫টি টিউন যেগুলিকে ছবির মেজাজের পরিপূরক বলে মনে করা হয়। ওই তালিকা থেকে চূড়ান্ত ১১টি টিউন নির্বাচন করেন আদিত্য চোপড়া। পরে সেই টিউনগুলিই দর্শক শুনেছেন ‘বীর-জারা’-র বিভিন্ন গান ও আবহসঙ্গীতে।
আরও পড়ুন: ”সৃজিত কথা রেখেছে”, ফেলুদা প্রসঙ্গে টোটা
৬) এই ছবিতে প্রীতি জিন্টার কাস্টিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে প্রীতিকে বেশ পাশ্চাত্য মেজাজের ও সমসাময়িক চরিত্রের লুকে দেখা যেত। ‘বীর-জারা’-তে সেই স্টিরিওটাইপটা ভাঙতে চেয়েছিলেন যশ চোপড়া এবং সেই এক্সপেরিমেন্ট কতটা সফল হয়েছিল তা বলিউড দর্শকের অজানা নয়।
৭) এই ছবিতে শাহরুখ খানের যাবতীয় পোশাক পরিকল্পনা করেছিলেন করণ জোহর। আদিত্য চোপড়া ও করণ জোহরের বন্ধুত্বের কথা বলিউড ফ্যানেদের অজানা নয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকেই আদিত্যর বিভিন্ন প্রজেক্টের অংশ হিসেবে থেকেছেন তিনি। ‘ডিডিএলজে’-তে কাজলের লুকসেট করেছিলেন করণ।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত', তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী ও পিয়া সেনগুপ্ত
নিজেকে তৃণমূলের 'একনিষ্ঠ কর্মী' দাবি করেও বহিষ্কৃত বৈশালীর পাশে রাজীব
গোপনে বাগদান সেরেছেন সিরাজ, বান্ধবীর কথা জানাজানি হতেই স্বীকার তারকার
রিল নয়-রিয়াল, আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ১৯ বছরের তরুণী
হাতে পড়ে মাত্র ১০.৮৫ কোটি! নিলামের আগেই কেকেআরের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন
'যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি', কুলতলিতে সরব অভিষেক
কালীঘাটে প্রকাশ্যে পড়ে বস্তাবন্দি পোড়া টাকা! এলাকায় হইচই, চাঞ্চল্য
'অসুর' সম্প্রদায় থেকে এসেছেন মমতা, জিনেও সমস্যা আছে, 'কদর্য' আক্রমণ বিজেপি নেতার
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ, নাসিক থেকে মুম্বইয়ের পথে হাজারো কৃষক
'জয় শ্রীরাম শুনে কারও গাত্রদাহ হওয়ার কথা নয়', মুখ্যমন্ত্রীকে খোঁচা চন্দ্র বসুর
'জয় শ্রীরাম' ধ্বনির পাল্টা 'জয় হিন্দ'! অপমানের জবাব দিলেন মমতা
স্মরণীয় জয়ের পুরস্কার! সবাই নয়, ছয় তারকাকে দামি 'থর' গাড়ি দিচ্ছে মাহিন্দ্রা