কাছের মানুষকে হারানোর কষ্ট বোধহয় তারাই জানেন, যারা তাঁর মধ্যে দিয়ে গিয়েছেন। আর সেটা লোপামুদ্রা মিত্রকে দেখলেই এখন বোঝা যাচ্ছে। তাঁর কাছের ষষ্ঠী দা, না বলেই চলে গেলেন।
যার জন্য আবারও শুরু হয়েছিল জয় লোপা এক্সপ্রেস, সেই মানুষটাই আজ আর নেই। শিল্পীর দুঃখের শেষ নেই। আজ আবার মন খারাপ। যেই মানুষটাকে সুস্থ করতে জয় লোপা এক্সপ্রেস আবার নতুন করে যাত্রা শুরু করেছিল, আজ হঠাৎ না বলেই তিনি চলে গেলেন।
অসুস্থ ছিলেন দীর্ঘদিন। তাঁকে সুস্থ করতেই নানা চেষ্টা চালাচ্ছিলেন লোপা এবং জয়। ষষ্ঠী দাস বাউল দাদার জন্য এখন তাঁর মন কাঁদছে। এত চেষ্টা করলেন, কিন্তু আসলে ফল পেলেন না। তাই তো সমাজ মাধ্যমে তাঁর সঙ্গে একটি হাসিখুশি ছবি শেয়ার করেই লিখলেন...
এতো তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথায় শুধু মনে হচ্ছে, জয় - লোপা এক্সপ্রেস, যে কারণে আবার কাজ শুরু করছে,...
Posted by Lopamudra Mitra on Sunday, November 3, 2024
"এতো তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন, ভাবিনি। একটা কথায় শুধু মনে হচ্ছে, জয় - লোপা এক্সপ্রেস, যে কারণে আবার কাজ শুরু করছে, তার প্রধান কারণ , ষষ্ঠী দাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা।" দিনক্ষণ সব ঠিক হয়ে গিয়েছিল। নতুন যাত্রা শুরু করার ঠিক আগেই এমন স্থগিতাদেশ। শিল্পী লিখলেন...
"অনুষ্ঠান স্থগিত রেখেও গত ১৩ সেপ্টেম্বর , ২০২৪ , আমরা আমাদের প্রাথমিক কাজটা করে এসেছিলাম, তোমার সাথে গান, গল্প, আড্ডা, কত পরিকল্পনা। অনেক ইচ্ছে মনের ভেতরেই থেকে গেল, ষষ্টি দা। জয়- লোপা এক্সপ্রেস চলবে, দিন-ক্ষণ সব ঠিক করে ফেলেছি আমরা। এর মধ্যে তুমি না বলে চলে গেলে। বড্ড মন খারাপ করবে যে আমাদের। পরলোকে ভালো থেকো বাউল দাদা। আবার দেখা হবে, আমার মনের মানুষের সনে।"