Advertisment

Lopamudra Mitra: 'বাবার তো অপছন্দ ছিল এসব...', জয়ের 'জয়জয়কার' সহ্য হচ্ছে না লোপামুদ্রার!

Lopamudra on joy: বাবার আড়ালে গিয়েই এই কাজ করতেন লোপামুদ্রা, আর জয়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
lopamudra mitra, lopamudra mitra joy sarkar, tollywood

Tollywood- দক্ষিণ কলকাতার মেয়ে লোপা কী বললেন... / ছবি-ফেসবুক

Lopamudra Mitra Tollywood: বাবা একদম এসব পছন্দ করতেন না। শিল্পী লোপামুদ্রা মিত্র ( Lopamudra Mitra ) এসেছিলেন দাদাগিরির মঞ্চে। আর সেখানেই তিনি সোজা বললেন, বাবা তো এসব পছন্দ করতেন না। আর বরকে এখন তাঁর আর সহ্য হয় না।

Advertisment

বর জয় সরকার ( Joy Sarkar ) সুরকার হিসেবে যথেষ্ট জনপ্রিয়। এমনকি, মানুষ হিসেবেও তাঁকে অনেকেই পছন্দ করেন। কিন্তু, লোপামুদ্রা মোটেই ওর জয়জয়কার একেবারেই পছন্দ করেন না। সোজা সাপটা সৌরভকে ( Sourav Ganguly ) এই নিয়ে উত্তর দিলেন তিনি। তাঁর নিজের জায়গায় এখন জয়ের জয়জয়কার দেখে মোটেই খুশি নন। জয়, দক্ষিণ কলকাতার জামাই।

আর সেখানেই রাজুদার দোকানে বসে থাকেন জয়। সেটাই তার ঠিকানা। সৌরভ সোজা বললেন, "আমি জানি, ওই দোকানে বসে ও কী কী খায়। কোন কাটলেট খায়, বা কী করে।" এটুকু শুনেই লোপামুদ্রার সোজা কথা, "অসহ্য! মানে কী বলব, আমি দক্ষিণ কলকাতার মেয়ে। আমার বাবা রবীন্দ্র সঙ্গীত কিংবা ক্লাসিকাল গান ছাড়া কিছুই পছন্দ করতেন না। তাই, রাজুদার দোকান থেকেই গান বাঁধা হত। এখন দেখি, আমার সেখানে পাত্তা নেই। জয়ের জয়জয়কার সেখানে।"

আরও পড়ুন - Lopamudra Mitra: সবকিছুতেই বরের অতীব নজরদারি, জয়কে শেষে ‘ননদ’ বলে ডাকেন লোপামুদ্রা!

বলামাত্র, হেসে ওঠেন জয়। যেন নৈতিক অধিকার প্রতিস্থাপন হয়েছে তাঁর। বরের সঙ্গে খুনসুটি তাঁর লেগেও থাকে। লোপা আগেও অনেক কথা বলেছিলেন এসে। এবারও বললেন, কেন তিনি তাঁর বরকে নিজের ব্র্যান্ডের মডেল বানান। তাঁর কথায়, "ও আমায় নিয়ে খুব পজেজিভ। বাইরে থেকে কোনও মডেল নিয়ে এসে আমি ক্লোজ হবো এটা ওর পছন্দ না।"

যদিও, ঘটনা সম্পূর্ন অস্বীকার করেন তিনি। তবে, জীবনে যে জয়কে বিয়ে করে লোপা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন একথাও জানান প্রকাশ্যে।

tollywood Srabanti Chatterjee Entertainment News
Advertisment