সঠিক সময় সঠিক কথা কজন বলতে পারেন। এমনকি নিজে উসুল বজায় রেখে কাজ করার ক্ষমতাই বা কজনের থাকে? লোপামুদ্রা মিত্র কিন্তু এই বিষয়ে একদম সঠিক মানুষ।
শিল্পী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন মানুষ হিসেবেও নিদারুণ। শুধু তাই নয়, স্টেজে দাঁড়িয়েও সঠিক কথা সহজ ভাবে বলতেই ভালবাসেন। যেটা তাঁর পছন্দ হয় না, স্পষ্ট কথায় সেটি সকলের সামনেই বলে দেন। অনেকসময় এমনও হয়েছে করে মন দিয়ে গান শুনছেন না তাঁদের স্টেজ থেকে সোজা বলেছেন এক থাপ্পর মারব! নিজেই একথা তিনি স্বীকার করেন। কিন্তু এসবের সঙ্গেও একদম বরদাস্ত করেন না, নেশার কোনও বস্তু। সে পান মশলা হোক অথবা গুটখা!
আরও পড়ুন - ‘জংলি বাঙালি যত…’, মেয়ে দেবী সুস্থ হতে না হতেই ধস্তাধস্তি! বিপাশা বললেন…
স্টেজের ঠিক সামনে যদি, লাইটম্যান অথবা সাউন্ডের কেউ বসে, এবং তাঁর মুখে কোনওরকম মশলা বা কিছু নজরে পড়ে যায় লোপামুদ্রার। তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে শুধু উঠে যেতেই বলেন না। লোপার কথায়, আমি কাউকে যদি দেখি ওরম মুখে মশলা নিয়ে বসে আছে। সমানে চিবিয়ে চলেছে, সোজা তাঁকে বলি এই ওঠ, আগে ফেলে আয় ওটা মুখ থেকে তারপর বসবি। খুব অসুবিধা হয়, মুখের সামনে বসে করবে ওই কান্ড!
স্ট্রেট কাট কথা বলতেই বেশ পছন্দ করেন তিনি। এমনও জানিয়েছিলেন, যে ছেলেরা তাঁকে একটি ভয় পায়, আর এটা তিনি সারাজীবন নিদারুণ উপভোগ করেন।