Sonu Sood: সোনু সুদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি 'মসিহা'-র বিরুদ্ধে

Sonu Sood Arrest Warrant: সোনু সুদের বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। লক্ষলক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে প্রত্যক্ষভাবে নয়, তাহলে কী কারণে মহাবিপদে 'মসিহা'?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sonu Sood installs mobile tower

সোনু সুদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

Sonu Sood Fraud Case: অভিনয় নিয়ে যত না চর্চায় থাকেন তার থেকে  বেশি মানুষের সেবায় নিজেকে নিয়োগ করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন সোনু সুদ। কোভিডের সময় নিরন্তর মানুষের সেবা করেছেন। করোনা থেকে বাঁচাতে দুঃস্থ মানুষের চিকিৎসার খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Advertisment

দুর্গতদের পাশে দাঁড়িয়ে 'মসিহা' খেতাব ছিনিয়ে নিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। এবার তাঁর বিরুদ্ধেই জারি হল গ্রেফতারি পরোয়ানা। সোনুর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সংবাদসংস্থা ANI-সূত্রে খবর, সোনু সুদের বিরুদ্ধে মামলা করেছেন লুধিয়ানার এক আইনজীবী। তাঁর দাবি, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকা লগ্নির লোভ দেখান।

মূল অভিযুক্ত হিসেবে মোহিত শুক্লার নামেই অভিযোগ দায়ের করা হয়েছে। সাক্ষী হিসেবে সোনুকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল লুধিয়ানার আদালত। কিন্তু, আদালতের কথা অমান্য করেন অভিনেতা। কোর্টে হাজিরা দেননি সোনু সুদ। অনুপস্থিতির জন্যই লুধিয়ানার বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে আদালত গ্রেপ্তার করে কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছে।

Advertisment

ANI-এর রিপোর্ট মোতাবেক, আদালতের আদেশে বলা হয়েছে, 'সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাঁকে আদালতের নিয়ম মেনে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি এবং তলব এড়ানোর চেষ্টা করেন। তাই গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল। ১০ ফেব্রুয়ারির মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা সম্ভব হল না, তার যথাযথ কারণ জানাতে হবে।'

আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঠিক আগের দিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করে চারটি অ্যাম্বুলেন্স দান করেছেন। সোনু সুদের চ্যারিটি ফাউন্ডেশন ভারতের স্বাস্থ্যোন্নতির কাজের সঙ্গেই যুক্ত। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন অভিনেতা। 

bollywood movie Sonu Sood Bollywood News Sonu Sood Foundation Bollywood Actor