New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/24/UcreevyususYrwoYTRji.jpg)
Tithi Basu: কী এমন করেছেন তিনি যে... Photograph: (Instagram)
Tithi Basu: কী এমন করেছেন তিনি যে... Photograph: (Instagram)
ট্রেনে ঘুরতে যাচ্ছেন, খুব আনন্দের কথা, কিন্তু আসে পাশের মানুষের কথা মাথা রাখবেন না? নিজে একটু পপুলার মানুষ বলে, এহেন গন্ডগোল বাঁধাবেন? মা সিরিয়ালের তিথি বসুকে নিয়ে এবার শুরু হয়েছেন সমালোচনা। কারণ, তিনি ট্রেনে যাত্রা করার সময় যা কান্ড করেছেন।
সিমলা ঘুরতে যাচ্ছিলেন তিনি, বাধ্য হয়ে বলেই দিলেন। তিথি সিরিয়াল থেকে দূরে থাকলেও সমাজ মাধ্যমে দারুণ সক্রিয়। এমনকি, এও দেখা যায় যে নানা ব্লগ করেন তিনি। তাঁকে নিয়ে একসময় কেঁদেছিল গোটা বাঙালি সমাজ। ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে, গতকাল তাঁর কিছু কান্ড কীর্তির জন্য সমাজ মাধ্যমেই নেতিবাচকতার মুখোমুখি হয়েছেন তিনি। ঘুরতে যাওয়ার আনন্দে চারপাশের মানুষকে নিয়ে ভাবনা বন্ধ করে দেবেন, তাই বলে...
সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে, বেশ কাঁদো কাঁদো মুখে তাকিয়ে আছেন তিনি। ট্রেনের বাঙ্কারে বসে রয়েছেন। এবং, সেই পোস্টে লেখা - "নেতাজী এক্সপ্রেসে ট্রাভেল করছিলাম। কালকা যাচ্ছি। আমাদের সঙ্গে অনেক যাত্রী ছিল। ছেলেমেয়েরা ছিল, এবং অনেক মহিলারাও ছিল। কিন্তু দুজন ছিল ব্লগার। কিন্তু এই ব্লগাররা জানে না যে পাবলিক প্লেস কী করে উপভোগ করতে হয়। এবং, অন্য ট্রাভেলাররাও জানেন না। তাঁদের অদ্ভুত আচরণ, উচ্চ গলার স্বর নিয়ে আমি হতভম্ব। এছাড়াও ভয়ঙ্কর উচ্চ আওয়াজে তাঁরা গান বাজিয়েছে। তাঁদের অনেকবার বারণ করা সত্বেও তাঁরা থামেনি। বরং গান এবং চিৎকার চালিয়ে গিয়েছে। করে, অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে তাঁরা। আমি জানি না, কীভাবে এর বহিঃপ্রকাশ করব।"
এখানেই শেষ না। তিথি যথেষ্ট চেনা মুখ। তাই তো, নিজের পোস্ট ভাইরাল হতেই এবার তিনি মুখ খুললেন। শুধু তাই নয়, নিজের দিকের গল্প পর্যন্ত জানালেন। কী ঘটনার কথা বলেন তিনি? রাত ২টো নাগাদ ভিডিও করেছিলেন তিনি। বলছেন, "আমি ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ আগে। একটা পোস্ট ভাইরাল হয়েছে আমাকে নিয়ে যে আদো আদো মুখে আমি তাকিয়ে আছি। এবং আমায় নিয়ে একটা পোস্ট লেখা হয়েছে যে আমি গালাগাল করেছি, বাজে ব্যবহার করেছি এবং চিৎকার করেছি। সেখানে মানুষ নানা ধরনের মন্তব্য করেছেন এবং পোস্ট করেছেন। মানুষ যে আমার ছবি নিয়ে ভাইরাল হতে চায় সেটাই বুঝলাম আমি। মানুষ দুদিকের গল্প না জেনেই যে গন্ডগোল করছে।"
এরপরই জানালেন গান বাজানোর ঘটনা প্রসঙ্গে। তাঁকে নিয়ে নানা আলোচনা হয়েছে। এমনকি প্রচুর অভিযোগ এসেছে তাঁকে নিয়ে। তিথি বসু বলছেন, "আমরা দুপুর থেকে গান বাজিয়েছি। সকাল থেকে মোটেই গান বাজাইনি। যিনি পোস্ট করেছেন তিনি কোনও সিন এ ছিলেন না। অন্য একজন কাকিমা এসে আমাদের বললেন, গান আস্তে করার কথা। এবং আমরা খুব রেসপেক্টের সঙ্গে গান আস্তে করে দি। এবং তারা ট্রেন থেকে নেমে গিয়েছেন কিন্তু। তারপর গান বন্ধ হয়ে গিয়েছিল। এবং একটা টাইমে সারা ট্রেন ঘুরতে যাচ্ছে বলে আনন্দ করছে, হইহই করছে, আমাদের সঙ্গে এসে ছবি তুলছে। কিন্তু ওই কাকিমার একটাই কথা, কেন গান চলবে? আমরা বললাম, ঠিক আছে আমরা গান আসতে করে দিচ্ছি। কিন্তু বন্ধ করতে পারব না। তারপর দেখলাম উনি এআরপিএফকে কমপ্লেন করেছেন, আমাদের গান বন্ধ করিয়েছেন।"
কিন্তু, অভিনেত্রীর কথায়, এরপর তাঁরা বসে খিল্লি করছিলেন। ট্রেনের অন্যান্য যাত্রীদের সঙ্গে হাসাহাসি করছিলেন তাঁরা। অন্য বগি থেকে এসে বাকিরা তাঁদের সঙ্গে আনন্দ করছিল, সেই নিয়েও শুরু হয় অশান্তি। কিন্তু, অভিনেত্রীর দাবি, আমি তো মুখ চেনা বলে প্রতিবাদ করব না এমনটা নয়। বরং আমি নিশ্চই এর বিরুদ্ধে কথা বলব। এই যে বলা হয়েছে যে আমি খারাপ ভাষায় কথা বলেছি, এগুলো ভুল। একটাও সত্যি না। ওরা পোস্ট করেছে বলে ওরাই ঠিক এটাতো হয়না।"