তাঁর নির্দেশ ছাড়া গোটা কামারহাটি এলাকার পাতাও নড়ে না। কারণ তিনি মদন মিত্র। যেমন রসিক মানুষ তেমনই তাঁর মধ্যে বিনোদন রয়েছে ভরপুর। কেবল তাই নয়, সিনেমার প্রতি তাঁর গভীর সংযোগ রয়েছে। গান গাওয়া থেকে অভিনয়...মদনের কাণ্ডে সবসময় হইচই।
এবার তিনি সিনেমায়! ওহ লাভলি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে নায়িকার বাবার চরিত্রে। প্রথম দিন থেকেই ছবি নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। কামারহাটি এলাকায় আলাদাই উন্মাদনা। রিলিজের দিন, হলেও ছিল নজরকাড়া ভিড়। মদনদাকে ভালবেসে অনেকেই যাচ্ছেন এই ছবি দেখতে। প্রায় মেইন লিড? কতটাকা পারিশ্রমিক নিয়েছেন মদন? জানলে অবাক হবেন...
টাকার অভাব আছে তাঁর? একেবারেই না! বরং ভালবেসেই কাজ করেছেন তিনি। সেরকমই প্রমাণ মিলল। রমরমিয়ে চলছে ছবি। প্রথম বিগ স্ক্রিন ডেবিউ তাঁর। মদনের কাছে পারিশ্রমিক সংক্রান্ত প্রশ্ন যেতেই তিনি সাফ জানান, একটাকাও তিনি নেননি। বরং, কামারহাটি এলাকায় একটি অনাথ আশ্রমের ৫০০ বাচ্চাকে সেই টাকায় খাইয়ে দিতে বলেছেন। সিনেমার সঙ্গে সঙ্গে মানবিকতার এক অদ্ভুত নিদর্শন দিলেন তিনি।
বিনা পারিশ্রমিকে কাজ করেন মদন দা। শুধু তাই নয়, কানাঘুষো খবর এলাকার দাদার ভক্তরা সারাদিন ওহ লাভলি টিশার্ট পরে ঘুরেছেন। তাঁর কাটআউট শোয়েক লিটার দুধ দিয়ে স্নান করানো হয়েছে। তাতেও বিতর্ক কম হয়নি।