/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/madan.jpg)
Madan Mitra- নতুন পেশায় মদন দা? ছবি-ইনস্টাগ্রাম
আদ্যোপান্ত তিনি রাজনীতির মানুষ হলেও রসিক ভাব তাঁর মধ্যে কম নেই। কামারহাটির কাছের মানুষ মদন মিত্র ( Madan Mitra ) একদিকে যেমন রাজনীতির বুলি আওড়ান তেমনই তিনি সংলাপ বলতেও বেশ ভালবাসেন। এর আগেও একটি সিনেমার তাঁকে দেখা গিয়েছে তবে এবার, একদম মেনস্ট্রিম কমার্শিয়াল বাংলা ছবিতে।
যশ নুসরতের ( Yash and Nusrat ) সেন্টিমেন্টাল রিলিজ করেছে গতকাল। তাঁদের নিজস্ব প্রযোজনায় প্রথম ছবি এটি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন তারকা দম্পতি। পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে যশকে। যদিও, এর আগেও তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। সেখানেই, মদন মিত্র রয়েছেন একটি বিশেষ চরিত্রে। রাজনীতি ছেড়ে কি তবে এবার পুরোপুরি সিনেমার জগতে ঢুকে যাচ্ছেন তিনি?
ছবিতে তাঁর চরিত্রের নাম এম.মিত্র। তাও, সামান্য কোনও চরিত্রে নয়। একেবারে কমিশনার অফ পুলিশ, এই চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে। কানে ফোন, পরনে খাঁকি পোশাক..মদন মিত্র নিজেই শেয়ার করেছেন সেই ছবি। শুটিং চলাকালীন এই সারপ্রাইজ প্রসঙ্গে কিছুই জানা যায় নি। তবে, মদন মিত্র তাক লাগিয়ে দিয়েছেন নিজের ছবি দিয়েই।
শেয়ার করে তিনি লিখলেন...'মেন্টালে'র শুটিং চলাকালীন, এই ছবি গুলো তোলা হয়েছিল। কিন্তু, মদনদার এই ছবি দেখে ট্রোল হতেও দেরি নেই। কেউ বললেন, রাজ্যে চুরি কিন্তু রাজনীতিবিদরা ছবি করছেন। আবার কেউ বললেন, এটাই দেখা বাকি ছিল। আবার কারওর কথায়, আপনি যখন পুলিশ আর এদেশে চুরি হবে না।
উল্লেখ্য, এর আগে এক ডাকসাইটে বাবার ভূমিকায় তিনি অভিনয় করেছেন ওহ লাভলি ছবিতে। কেউ কেউ এমনও বলেছেন, মদনদা পুরোই রসিক মানুষ। যদিও, রাজনীতিবিদদের অভিনয় করার গল্প এই নিয়ে প্রথম না। রাজ চক্রবর্তীর আবার প্রলয় সিরিজে দেখা গিয়েছে পার্থ ভৌমিককে। সামনেও নাকি ব্যারাকপুর ক্রাইম সিরিজ নিয়ে তিনি কাজ করবেন, সেখানেও থাকবেন একঝাঁক রাজনীতিক।