Advertisment

বেড়াতে গিয়ে মার্কিন দেশে বাংলা ছবি বানালেন দেবপ্রতিম

Bengali Cinema, American Film, Debapratim Dasgupta: ছবির ভাষা বাংলা কিন্তু ছবিটি মার্কিন। এমনই এক অভিনব ছবির পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত জানালেন কীভাবে বিদেশে বেড়াতে গিয়ে তৈরি হয়েছে একটি আস্ত ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Made in America Bengali film director Debapratim Dasgupta exclusive

দেবপ্রতিম দাশগুপ্ত। ছবি: পরিচালকের ফেসবুক পেজ থেকে

Bengali Cinema, Debapratim Dasgupta: দেবপ্রতিম দাশগুপ্ত মানেই বাংলার টলি ও টেলিপাড়ার অত্যন্ত প্রিয় তাজুদা। প্রযোজক থেকে অভিনেতা-অভিনেত্রী ওই নামেই সবাই ডাকতে ভালবাসেন। মৃণাল সেনের ছবিতে শিশু অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু কিন্তু পরবর্তীকালে চিত্রনাট্যকার হিসেবেই প্রতিষ্ঠিত। পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবি 'ত্রাসবুনন' যা এখনও মুক্তি পায়নি। গত বছর মার্কিনদেশে বেড়াতে গিয়ে খাস লস এঞ্জেলসেই বানিয়ে ফেলেছেন একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় দেবপ্রতিম দাশগুপ্ত জানালেন বাংলা ভাষার মার্কিন ছবি, 'আর একটা রূপকথা'-র নেপথ্য়কাহিনি।

Advertisment

'আর একটা রূপকথা' একটি স্বাধীন চলচ্চিত্র যা আগামী মাসেই মুক্তি পাবে লস এঞ্জেলস-সহ মার্কিনদেশের বেশ কিছু শহরে। ছবিতে রয়েছেন ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্য়ায়, গীতশ্রী রায় ও মার্কিন দেশের বহু প্রবাসী বাঙালি অভিনেতা-অভিনেত্রী। বিদেশী শিল্পীরাও রয়েছেন। কিন্তু ছবির বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজক বাঙালি হলেও ভারতে একটি বিদেশি ছবি হিসেবেই মুক্তি পাবে এই ছবি। কারণ ছবির রেজিস্ট্রেশন হয়েছে মার্কিনদেশেই। ছবি তৈরির গল্পটা ভারি মজার। বিশদে সে কথা জানালেন দেবপ্রতিম।

আরও পড়ুন: বাবাকে শ্রদ্ধা, সম্মান ফিরিয়ে দিতে পেরেছিলেন অনিন্দ্য

''আমার এক ছাত্রী অস্মিতা বিয়ের পরে এখন থাকে ওদেশে। ওর মাধ্যমেই আলাপ হয় আমাদের প্রযোজক রূপক চট্টোপাধ্য়ায়ের সঙ্গে। আমরা তো গিয়েছিলাম বেড়াতে, ওঁর সঙ্গে আলাপ হওয়ার পরে জানতে পারলাম একটি ছবি বানাবেন বলে তিনি অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেই নিয়ে কথা হতে হতে উনি অনুরোধ করেন যদি আমি ছবিটি পরিচালনা করি'', বলেন দেবপ্রতিম, ''প্রায় কাছাকাছি সময়েই গীতশ্রী, অনিন্দ্য, রাহুল ও ঋষির বেড়াতে যাওয়ার কথা ছিল সেদেশে। আমরা তখন ওদের সঙ্গে যোগাযোগ করে এই ছবির ব্য়াপারে কথা বলি, যদি বেড়ানোর ফাঁকেই একটা আস্ত ছবির শুটিং করে ফেলা যায়।''

Debapratim Dasgupta with DOP of Ar Ekta Rupkatha ডিওপির সঙ্গে পরিচালক। ছবি সৌজন্য়: দেবপ্রতিম

বলাই বাহুল্য, প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন সকলে এবং সেই মতো প্রত্য়েকেই নিজের মতো করে ভ্রমণসূচী, রওনা হওয়ার তারিখ রদবদল করেন। সেদেশের যে অভিনেতা-অভিনেত্রীদের আগেই কাস্টিং করা হয়েছিল, তাঁদের সঙ্গে যোগ দেন বাংলার এই চার জনপ্রিয় অভিনেতা ও ভোজপুরী ছবির অভিনেত্রী দেবস্মিতা। বিদেশের মাটিতে এইভাবেই জমে ওঠে 'আর একটা রূপকথা'-র ইউনিট। কিন্তু টেকনিসিয়ানদের সিংহভাগই ছিলেন বিদেশি।

আরও পড়ুন: ‘কৃশানু দে-র পরে আর কোনও বাঙালি ফুটবলার কিংবদন্তি হতে পারেননি’

''আমাদের ডিওপি দমিত্রি পোপোভ একজন রাশিয়ান কিন্তু এখন কাজ করছেন মার্কিনদেশে। আমার ইংরেজিটা বেশ কাঁচা। তাই অনিন্দ্য়কেই আমার সহকারী হিসেবে দলে নিয়েছিলাম। অভিনয়ও করেছে আবার অ্য়াসিস্টও করেছে ছবিতে। আমি পুরোপুরি ভেতো বাঙালি। লাঞ্চের পরে মিনিট পনেরো একটু ন্য়াপ নেওয়া চাই। ওই সময়টা অনিন্দ্য়ই সামলাত। সবচেয়ে মজার ব্য়াপার হল গিয়েছিল সেদেশে সবাই বেড়াতে কিন্তু শুটিংটা শুরু হওয়ার পরে দেখা গেল সবাই কাজ নিয়ে অতিরিক্ত সিরিয়াস। অনিন্দ্য়, রাহুল, গীতশ্রী, ঋষি, সবার কাছেই ছবিটাই প্রায়োরিটি হয়ে উঠল। খুব মজা করে, হইহই করে ছবিটা শেষ করে ফেললাম আমরা'', জানালেন দেবপ্রতিম।

Team Ar Ekta Rupkatha বিদেশে 'আর একটা রূপকথা' ইউনিট।

তবে চিত্রনাট্য প্রথমে যা ছিল, তার থেকে অনেকটাই বদলেছেন দেবপ্রতিম। অনেকটাই ইম্প্রোভাইজ করা হয়েছে সেদেশে যাওয়ার পরে, সেখানকার মানুষজন, পরিবেশ, খুঁটিনাটি ডিটেলিং দেখার পরে। আর ওদেশ সম্পর্কে বেশ খানিকটা ভুল ভেঙেছে পরিচালকের সেদেশেরই এক অভিনেত্রীর সঙ্গে কাজ করতে গিয়ে। ঋষি কৌশিকের সঙ্গে একটি বেডরুমের দৃশ্য ছিল, যেখানে তাঁকে সম্পূর্ণ পোশাক-পরিহিত অবস্থায় শুধু অভিনেতার পাশে গিয়ে কম্বল টেনে শুতে হতো। কিন্তু বেডরুম শুনেই তিনি বেঁকে বসেছিলেন।

আরও পড়ুন: বাংলা পর্দার এই বাবাদের চিরকাল মনে রাখবেন দর্শক

''সারা আমাকে জানায় যে সে কমিটেড সম্পর্কে রয়েছে তাই কোনও ঘনিষ্ঠ দৃশ্য়ে অভিনয় করতে পারবে না। তাকে তখন গোটা অভিনয়টা করে দেখানো হয় যে আসলে তাকে শুধু বিছানায় এসে শুতে হবে আর কিছুই করার নেই। তবে গিয়ে সে রাজি হয়। খুবই রাগ হয়েছিল তখন গোটা অভিনয়টা দেখাতে গিয়ে কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে ওদেশের সমাজ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে'', বলেন দেবপ্রতিম।

Made in America Bengali film director Debapratim Dasgupta exclusive লস এঞ্জেলসে শুটিংয়ের ফাঁকে

তবে 'আর একটা রূপকথা'-র শুটিংয়ের পাশাপাশি বেড়ানোটাও জমিয়ে সেরেছেন সবাই। সদলবদলে লাস ভেগাস ও হলিউড ভ্রমণও হয়েছে। হলিউডের স্টুডিওপাড়ার অলিগলিও হেঁটে এসেছেন পরিচালক। শুধু তাই নয়, এবছর অস্কার ভিউয়িং ডিনারে বিশেষ আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন প্রযোজক, পরিচালক, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও অনিন্দ্য চট্টোপাধ্য়ায়। সেখানে সব বিদেশী ছবির ফাঁকে দেখানো হয়েছে 'আর একটা রূপকথা'-র ট্রেলার।

''ঢিল ছোঁড়া দূরত্বে যখন অস্কার সেরিমনি চলছে, তখন অস্কার ভিউয়িং ডিনার ভেন্যুতে বড় স্ক্রিনে আমার ছবির ট্রেলার দেখানো হচ্ছে, সে এক অপূর্ব অভিজ্ঞতা'', জানালেন দেবপ্রতিম, ''মঞ্চে আমাদের পরিচয় পর্বের পরে কতজন যে এসে হাত মিলিয়ে গিয়েছেন। ভারত নিয়ে সেদেশের মানুষের মধ্য়ে এত সমীহ কাজ করে সত্যিই জানা ছিল না।'' আগামী মাসে ছবির প্রিমিয়ার ও মুক্তি উপলক্ষে যাবেন দেবপ্রতিম এবং যেটা অনেকেই জানেন না তা হল প্রযোজক ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছেন আর একটি স্বাধীন চলচ্চিত্রের। তার শুটিং শুরু হয়ে যাবে ওই প্রিমিয়ারের পরেই। আর এবারের কাস্টিং আরও জবরদস্ত, এমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক।

Bengali Cinema hollywood
Advertisment