Madhabi Mukherjee: অভিনেত্রী হওয়া বিশেষ করে প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়া মোটেই সহজ কথা না। জীবন থেকে বাদ দিতে হয় অনেককিছু। সত্যজিতের চারুলতা অর্থাৎ মাধবী মুখোপাধ্যায় ( Madhabi Mukherjee ) ছোট থেকেই থিয়েটার করতেন।
কিন্তু, একটা সময় রাতভোর জেগে তিনি নিজের কেরিয়ার দাঁড় করানোর চেষ্টা করতেন। অভিনেত্রী, এক সাক্ষাৎকারে জানান, পুজোর সময় কেন ভোরবেলা ঢাকের আওয়াজ শুনে তিনি ঘুমাতে যেতেন। ছোটবেলায় থিয়েটার করতেন, কিন্তু অভিনয় করতেন এক বিশেষ চরিত্রে। মাধবী মুখোপাধ্যায় বলেন...
আমায় প্রভাদেবী নিয়ে গিয়েছিলেন থিয়েটার করতে। মাকে এসে বলেছিলেন তোমার ছোট মেয়েটাকে নিয়ে যাচ্ছি কেমন। আমায় মিনার্ভা থিয়েটারে উনি নিয়ে যেতেন অভিনয় করার জন্য। সেখানে ছবি বিশ্বাস ( Chhabi Biswas ) পরিচালক। তাঁর সঙ্গে উনি অভিনয় করতেন। এই, একটা মজার কথা। সেটা হল, আমি না সেখানে ছেলের ভূমিকায় অভিনয় করতেন। ছোটবেলা থেকে বেশিরভাগ সময় আমি ছেলের চরিত্রে অভিনয় করতাম।
আরও পড়ুন - ‘আপনি আমার কাজ দেখেছেন নাকি…’, ‘রক্তবীজে’র আগে শিবপ্রসাদকে যা বলেছিলেন ভিক্টর
যদিও, অভিনেত্রী একটা সময়ের পর থিয়েটার থেকে রুপোলি পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। হয়ে উঠেছিলেন সত্যজিৎ এর নায়িকা। তাঁর, এক ছবি দেখে বিদেশের মাটিতে ঘুম উড়েছিল বহু সিনেপ্রেমীদের। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়েছিলেন তিনি। জনপ্রিয়তা পেয়েছিলেন, সত্যজিতের হাত ধরে। একদা এক সাক্ষাৎকারে সত্যজিৎ রায়ের ( Satyajit Ray ) প্রসঙ্গে তিনি বলেছিলেন...
"আমি তাঁকে ভালবাসতাম। এবং নিঃসন্দেহে তিনিও আমায় ভালবাসতেন। কিন্তু, দুজনের দুজনের প্রতি কোনও আশা ছিল না। প্রত্যাশা ছিল না। ওকে দখল করার কোনও মানসিকতা ছিল না।"