/indian-express-bangla/media/member_avatars/2024-09-09t054139041z-fb.jpg )
/indian-express-bangla/media/media_files/2025/02/10/qRTWQ6S5PnTMxTcQMl6b.jpeg)
Madhabi Mukherjee birthday- tollywood: এবারের জন্মদিনে কী বিশেষ প্ল্যান মাধবীর? Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি... )
Madhabi Mukherjee Birthday: হাতে একটা দূরবীন, চেয়ে আছেন অপলক দৃষ্টিতে, এই চারুলতাকে দেখে মুগ্ধ হয়েছিলেন আপামর সিনেপ্রেমীরা। সত্যজিৎ রায় যেভাবে তাঁকে পর্দায় ফুটিয়ে ছিলেন, এমন সৌন্দর্য আর পর্দায় দেখা যায়নি। আজ সেই মানুষটির জন্মদিন। কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এই ইন্ডাস্ট্রির এক এমন নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। এমন এক মানুষ, যিনি এই ইন্ডাস্ট্রি গড়তে দেখেছেন।
আজ তাঁর জন্মদিনে প্ল্যান জানতে ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। অভিনেত্রী হাসিমুখেই শুভেচ্ছা গ্রহণ করলেন। এবং যখন তাঁকে জিজ্ঞেস করা হল, যে আগে কিভাবে জন্মদিন পালন হত, তিনি ফিরে গেলেন অতীতে। একসময় যখন লিডিং লেডি ছিলেন, অভিনয় করতেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এর সঙ্গে, তখন ফ্লোরে জন্মদিনের কথা আজও তাঁর মনে আছে?
তিনি হাসিমুখেই বললেন, "আমার মা তখন জন্মদিন পালন করতেন। এখন যেহেতু আর মা নেই, তাই সেই বিষয়টা খুব মিস করি। ফ্লোরের জন্মদিন কিন্তু, আমার খুব একটা মনে পড়ে না। কিন্তু হ্যাঁ, শুভেচ্ছা সকলের থেকে পেয়েছি।" অভিনেত্রী জানালেন, তখন ক্যাটফাইট বিষয়টা খুব একটা দেখেননি তিনি। তাঁর কথায়, "মা যখন জন্মদিন পালন করতেন, তখন যাদের সঙ্গে শুটিং করতাম, তাঁরা অনেকেই আসতেন আমার বাড়িতে। আমরা সকলে উদযাপন করতাম। তাঁর সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার সকলের থেকেই শুভেচ্ছা পেয়েছি।"
/indian-express-bangla/media/post_attachments/35cc2747-525.jpg)
এদিকে, আজ যখন তাঁর জন্মদিন, শুটিং এর ফাঁকি দিচ্ছেন কী? এত বয়সে এসেও তিনি কিন্তু নিজের জন্মদিনে ছুটি নিতে নারাজ। অভিনেত্রী জানালেন আজ কাজ ফাঁকি দিচ্ছেন না। বরং শুটিং করতে যাবেন আজ। কিন্তু, আজকের জন্মদিন উপলক্ষে বিশেষ কোনও আয়োজন নিশ্চই আছে। বাড়িতে নিশ্চই জন্মদিন পালন হবে তাঁর? তিনি বলছেন...
"আগে মা জন্মদিন পালন করতেন। এখন আমার মেয়ে করে। মেয়ে তো বড় হয়ে গিয়েছে। ওই নিজের মত করে আয়োজন করে। যতদূর জানি, পায়েস তো করবেই। তাঁর সঙ্গে সঙ্গে মাংস মাছ এগুলোও থাকবে। এভাবেই হবে আরকি!"