'নড়ে যাবে রে...', শুটের মাঝেই মধুমিতার প্যান্ট ধরে টান অপরাজিতার!

মধুমিতার কাণ্ডে অপরাজিতা যা করলেন...

মধুমিতার কাণ্ডে অপরাজিতা যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aparajita auddy, madhumita sirkar, aparajita-madhumita, chini 2, madhumita hot photoes, aparajita auddy actress, মধুমিতা সড়কের, অপরাজিতা আঢয়, madhumita sirker actress, টলিউড, বলিউড, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

অপরাজিতা-মধুমিতা

মধুমিতা সরকার ফের আসছেন 'চিনি ২' নিয়ে। এর আগে  তাঁকে এর প্রথম সিকুয়ালে বেজায় ভালবেসেছিলেন দর্শকরা। বিশেষ করে তাঁর এবং অনস্ক্রিন মা অপরাজিতার জুটির খুনসুটি নিদারুণ উপভোগ করেছিলেন তাঁরা। ফের আবারও মা মেয়ের এক অনবদ্য কেমিস্ট্রি। কিন্তু...

Advertisment

কিছুদিন আগেই জানা গিয়েছে 'চিনি ২' আসছে ওয়েব পর্দায়। এবার সৌরভের বদলে রয়েছেন অভিনেতা সৌম্য  মুখোপাধ্যায়। সেই সিরিজের ফটোশুটেই নজরে পড়ল এক অভিনব দৃশ্য। যা দেখে রীতিমতো অবাক তারকারাও। মধুমিতা নিজের ইচ্ছেমত পোজ দিচ্ছেন। এদিক ওদিক মাথা ঘুরিয়ে যা খুশি তাই করছেন। আর না অপরাজিতা? তিনি নাকি তাঁর হটপ্যান্ট ধরে টানছেন? চোখে মুখে তাঁর ভয়ঙ্কর অভিব্যক্তি।

আরও পড়ুন < ‘ঝিনুক লিভ-ইন করলে…’, ছেলেকে নিয়ে ‘খোলামেলা’ সিদ্ধান্ত আধুনিক মা শ্রাবন্তীর >

Advertisment

ছবিতে মধুমিতার মা অপরাজিতা। কথায় বলে জেনারেশন গ্যাপ খুবই মারাত্মক। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। মা হিসেবে মেয়েদের পোশাক আশাক থেকে মেকাপ এবং লাইফস্টাইল সব দিকেই নজর রাখতে হয়। তাই তো, মেয়েকে হটপ্যান্ট পড়তে দেখে রীতিমতো সেটি ধরে টান দিলেন অপরাজিতা। মেয়েকে এহেন পোশাকে দেখে আঁতকে উঠেছেন তিনি। ঘটনাটি ঘটলেও সম্পূর্ণ বিষয়টিই ছবির প্রয়োজনে ঘটিয়েছেন দুজনে। ফটোশুটের খাতিরেই অনস্ক্রিন মা মেয়ের এহেন ছবি।

আরও পড়ুন < ‘করবি নাকি না?’ শেহনাজকে জোর ধমকি দেন সলমন! ফোন তুলেই বলেন… >

এদিকে, মধুমিতার এহেন কান্ড দেখে রীতিমতো মাথা ঘুরছে ঐন্দ্রিলার। মাথা ঝাঁকিয়ে, নাড়িয়ে নানা পোজে ছবি তুলছেন তিনি। এই দেখে অঙ্কুশ প্রিয়া ঐন্দ্রিলা যেন অবাক। বললেন, ওরে এবার মাথায় ঘিলুটা নড়ে যাবে রে!

Entertainment News Aparajita Auddy Madhumita Sarkar