Advertisment
Presenting Partner
Desktop GIF

Madhumita Sarcar: প্রেমিকের হাতে হাত, জলে গা ভাসালেন মধুমিতা, এত সুন্দর ছবি তুলে দিল কে?

Madhumita-devmalya: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তিনি জানিয়েছেন, একেবারেই কোনও প্ল্যান ছিল না তাঁদের। নতুন সম্পর্ক শুরু করতে হবে বলেই প্রেমে পড়েছেন এমনটাও না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
madhumita devmalya

Madhumita-Devmalya: প্রেমিকের উদ্দেশ্যে কী লিখলেন মধুমিতা?

দ্বিতীয়বারের মতো সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা সরকার। তাঁর প্রেমিকের সঙ্গে সুন্দর সব মুহূর্ত শেয়ার করেছেন তিনি। নতুন করে বাঁচার এক সুন্দর সময় এসেছে তাঁর জীবনে। আর, আজ মনের মানুষের এমন এক প্রতিভার কথা তিনি দেখালেন..

Advertisment

যদিও বা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তিনি জানিয়েছেন, একেবারেই কোনও প্ল্যান ছিল না তাঁদের। নতুন সম্পর্ক শুরু করতে হবে বলেই প্রেমে পড়েছেন এমনটাও না। অভিনেত্রীর মন্তব্য, যেটা ঘটার সেটা ঘটবেই। ও আসার ছিল, তাই এসে গিয়েছে। সঙ্গে এমনটাও জানিয়েছেন বিয়ে করবেন খুব শীঘ্রই। কারণ, বিয়ে বিষয়টা নিয়ে তারা খুব সিরিয়াস।

অন্যদিকে, আজ তিনি বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন সমাজ মাধ্যমে। যেখানে তাঁর ভিন্ন মুডের প্রকাশ পেয়েছে। এমনিতে বেশ ফ্রি স্পিরিট মধুমিতা। যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে প্রথম দুটি ছবিতে দেখা যাচ্ছে সুইমিং পুলে নেমে জলে গা ভাসিয়েছেন। তারপর আরও বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করলেন।

ঈশ্বরের প্রতি তাঁর অগাধ বিশ্বাস। জীবনে কিছু একটা হয়েছে বলেই যে এই বিশ্বাস সেটাও তিনি জানিয়েছিলেন। এই এতগুলো ছবির মধ্যে ঈশ্বরপ্রেমের একটি ঝলক চোখে পড়ল। কিন্তু যা নজর কাড়ল শেষ ছবিটি। প্রেমিকের হাতে হাত ধরা ছবিটি সত্যিই তাঁদের ভালবাসার জানান দেয়। প্রতিটি ছবিই বেশ সুন্দর। আর কে তুলে দিয়েছেন এই ছবি?

অভিনেত্রী তাঁর প্রেমিকের এই প্রতিভার কথা উল্লেখ করেই লিখলেন, ছবিগুলো তুলে দিয়েছে এক এবং অনন্য আমার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। এদিকে, প্রেমিকার কাছ থেকে এহেন ক্রেডিট পেয়ে আহ্লাদে আটখানা দেবমাল্য। তিনিও ভালবাসা জানালেন মধূমিতাকে।

Tollywood Actress Madhumita Sarkar tollywood
Advertisment