Advertisment
Presenting Partner
Desktop GIF

Madhumita Sarcar: 'Ray-ই আমার...', সত্যজিৎ রায়ের সঙ্গে মিলিয়ে দিলেন ফেলুবক্সীকে, মধুমিতার পরনের জামার পেছনে গল্প কী?

Madhumita Sarcar wearing Satyajit Ray theme Shirt: তাঁর এই শার্ট কিন্তু বেশ নজর কেড়েছে। অভিনেত্রী ফেলু বকসীর প্রমোশন করছেন। গোয়েন্দা ভিত্তিক একটি গল্প, যেখানে বেশ গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন তিনি। এবং সোহম রয়েছেন মুখ্য চরিত্রে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
madhumita sarcar- satyajit ray

মধুমিতার সত্যজিৎ থিমের জামা... Photograph: (Instagram)

Madhumita Sarcar Wearing Satyajit Ray Theme: অভিনেত্রীরা পোশাক নিয়ে স্টাইলিং করবেন, তাঁরা নানা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করবেন একথা স্বাভাবিক। স্টাইল সেগমেন্টে যেভাবে যে নতুন কিছু করতে পারেন, তাঁরা কিন্তু, সেটা করে বেড়ান। কিন্তু, দিন দুয়েক আগে দেখা গিয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারকে ( Madhumita Sarcar )। তিনি একটি শার্ট পড়েছিলেন। সেটি নিয়েই আলোচনা তুঙ্গে। 

Advertisment

অভিনেত্রীর পরনে যে শার্ট, সেখানে দেখা যাচ্ছে সত্যজিৎ রায়ের ( Satyajit Ray ) ছবি দিয়েই বানানো সেটি। কিংবদন্তি পরিচালকের নানা ধরনের ছবি কেটে সেটি বানানো, এবং বেশ সুন্দর লাগছে তাঁকে দেখতে। এমনকি, তাঁর এই শার্ট কিন্তু বেশ নজর কেড়েছে। অভিনেত্রী ফেলু বকসীর প্রমোশন করছেন। গোয়েন্দা ভিত্তিক একটি গল্প, যেখানে বেশ গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন তিনি। এবং সোহম ( Soham Chakraborty ) রয়েছেন মুখ্য চরিত্রে।

 মধুমিতার 'Ray' থিম জামা... 

ফেলুবক্সী এবং সত্যজিৎ রায়ের এক অনন্য সৃষ্টি ফেলুদা - নামের মধ্যে বেশ মিল আছে। অভিনেত্রীকে এই শার্টের স্টাইলিং এর নেপথ্যে ভাবনা কী ছিল জানতে ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি সাধারণত স্টাইল নিয়ে একদম কার্পণ্য করেন না। তাঁর সঙ্গে সঙ্গে নিজের নানা বিধ সাজের জন্য মাঝে মধ্যে ট্রোল পর্যন্ত হন। কিন্তু এই শার্টের সঙ্গে কি ফেলুদার সত্যিই মিল আছে? উত্তরে তিনি বললেন... 

Advertisment

এটা তো, আমার নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। হ্যাঁ, ফেলু বক্সীর জন্যই আমি পড়েছি এটা। আমার কাছে এরম একটা মার্লিন আছে। আমার এরম ধরনের থিমের জামাকাপড় পড়তে বেশ ভাল লাগে। তাই, এটা বলতে পারি, যেহেতু ফেলু বক্সী, তাই ফেলুদাকে ট্রিবিউট দেওয়ার একটা ইচ্ছা ছিল। কিন্তু, পোশাকের ক্ষেত্রে আমার নানা ধরনের স্টাইল ড্রেপ করতে বেশ ভালই লাগে। অভিনেত্রীকে এই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়েছিল, বাংলা সাহিত্যে যে গোয়েন্দারা রয়েছেন, তাঁর মধ্যে কি তিনি ফেলুদার ভক্ত?

সোজা সাপটা অভিনেত্রী জানান, "একদম তাই। আমরা তো ছোট থেকে ফেলুদার গল্প পড়ে বড় হয়েছি। শুধু সিনেমা নয়, বই পড়ার সময় থেকে। শুধু ফেলুদা নয়, বরং সত্যজিৎ রায়ের এমন অনেক গল্প আছে, যেগুলো আমাদের নানাভাবে অনুপ্রাণিত করে।" অন্যদিকে, অভিনেত্রী এই শার্ট পরেই একটা ছবি আপলোড করেছিলেন। যেখানে ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'Ray যখন আমার রায়...'।

Satyajit Roy Madhumita Sarkar
Advertisment