Advertisment
Presenting Partner
Desktop GIF

Madhumita: বিরাট দায়িত্ব মধুমিতার কাঁধে, বলিউডের 'ফর্জে' ডাক পেলেন টলিপাড়ার অভিনেত্রী

কেরিয়ারে কেল্লাফতে মধুমিতার, জোট বাঁধছেন বলিউড হারটথ্রবের সঙ্গে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
madhumita sarcar, madhumita sarcar news, madhumita sarcar tollywood, madhumita sarcar tolly news, madhumita sarcar controversy, madhumita sarcar madan mitra, madhumita sarcar chini 2, madhumita sarcar hot photoes, madhumita sarcar bollywood, মধুমিতা সরকার, বলিউডে মধুমিতা, টলিউড, bollywood update, tollywood news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

বলিউডে মধুমিতা

ফের এক টলি অভিনেত্রীর বলিউড যাত্রা। এবার, বি টাউনে পাড়ি দিতে চলেছেন মধুমিতা সরকার। 'চিনি ২' রিলিজের প্রাক্কালেই সুখবর দিলেন অভিনেত্রী।

Advertisment

বলিউড ছবি 'ফর্জে' দেখা যাবে তাঁকে। জুটি বাঁধতে চলেছেন তনুজ ভিরওয়ানির সঙ্গে। বলিউডের এই ছবিতে মুখ্য নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। প্রধান নায়িকা হিসেবে কতটা উত্তেজিত তিনি? বলিউড ডেবিউ বলে কথা। নিতান্তই ছোট বিষয় নেই। বাঙালি পরিচালক প্রীতম মুখোপাধ্যায় এর পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি।

আরও পড়ুন < Adrit-Kaushambi: ‘পাগলী মহিলা…’, বিশেষ দিনে কৌশাম্বিকে আদুরে বার্তা আদৃতের >

সম্প্রতি এক সাক্ষাৎকারে, সংবাদমাধ্যমে নিজের উৎসাহের কথা বর্ণনা করেই তিনি বলেন, "এটা একটা কমার্শিয়াল হিন্দি ছবি। সিনেমাহলে মুক্তি পাবে। একটু অন্যধরনের ছবি। তাই তো শুটিং লোকেশন গুলোও ভিন্ন। বিহার, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মত জায়গায় আউটডোর শুটিং হবে। আগামী আগস্ট মাস থেকেই শুরু ছবির শুটিং।"

এক থেকে দেড় মাসের মধ্যেই শেষ হবে ছবির শুটিং। টলিউড থেকে বলিউডে পা রাখা, অভিনেতাদের ক্ষেত্রে নতুন নয়। সেই দলেই এবার নতুন সংযোজন মধুমিতাও। সামনেই রিলিজ চিনি ২ এর। বেশিরভাগ কাজ করছেন ওয়েব সিরিজে। সামনেই নাকি আবার বিক্রমের সঙ্গে কাজ করবেন তিনি। তাঁর মধ্যেই বলিউড ঘোষণা। আহ্লাদে আটখানা অভিনেত্রী।

tollywood bollywood Madhumita Sarkar Entertainment News
Advertisment