Madhumitha Sarcar: '...বাংলাতেই হোক প্রেম', স্বাধীনতা দিবসে বানান ভুলের জন্য ট্রোলড হয়ে ভাষা দিবসে বার্তা মধুমিতার

International Mother Language Day: আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষা নিয়ে একটি ভিডিও শেয়ার করলেন মধুমিতা। বাংলায় কথা-গানের পর আর কী করার আর্জি মধুমিতার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
MADHUmita sarkar interview

বাংলা ভাষা আমার ভাষা: মধুমিতা সরকার

Madhumitha On  International Mother Language Day:  ২০২৪-এর ১৫ অগাস্টের ঘটনা। তিলোত্তমা কাণ্ডে তখন উত্তাল গোটা দেশ। আন্দোলনের আঁচ পড়েছিল বিদেশের মাটিতেও। সেই সময় সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেন মধুমিতা সরকার। একটি বানান ভুলের জন্য মারাত্মক ট্রোলড হন অভিনেত্রী। রিদ্ধি সেন পর্যন্ত তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি।

Advertisment

যদিও সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই সরিয়ে নিয়েছিলেন কৌশিক সেনের ছেলে। কিন্তু, কয়েক সেকেণ্ডের মধ্যেই পোস্টের স্ক্রিন শট ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসব এখন অতীত। আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলা ভাষা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন মধুমিতা। 

কাজের প্রয়োজনে ইংরাজি বা হিন্দি কিংবা অন্যভাষা ব্যবহার করলেও আজকের দিনে যাদের মাতৃভাষা বাংলা তাঁদেরকে এই ভাষাতেই কথা বলার অনুরোধ করেছেন। ভিডিওর শেষে মজা করে বলেছেন, প্রেমটাও যেন বাংলা ভাষাতেই হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে মধুমিতা বলছেন, 'বাংলা ভাষা আমার ভাষা। সবচেয়ে মিষ্টি ভাষা। সকলকে জানাই ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ বাংলাতেই হোক কথা। বাংলাতেই হোক গান। আর বাংলাতেই হোক প্রেম।'

Advertisment

মধুমিতার এই ভিডিও-তে লাইক কমেন্টের বন্যা। সোশ্যাল মিডিয়া ইউজাররা তাঁকেও আন্তর্জাতিক ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ২০২৪ সালে মধুমিতার জীবনে এসেছে নতুন প্রেমের বসন্ত। সুখবর নিজেই দিয়েছিলেন অভিনেত্রী। মহাষ্টমীর দিনই দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন ছোট পর্দার পাখি।  ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তেও প্রমিক দেবমাল্যর উদ্দেশ্যে একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছিলেন মধুমিতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের সঙ্গে শেয়ার করেছিলেন তাঁদের প্রথম ভ্যালেন্টাইনস ডে-র প্ল্যান। নতুন বছরের শুরুতে ১০ হাজার গোলাপ দিয়ে তৈরি ড্রেস পরে ছবি পোস্ট করেছিলেন মধুমিতা সরকার। প্রিয়তমার সেই রূপে মুগ্ধ হয়ে কী বলেছিলেন তাঁর মনের মানুষ? মধুমিতা লাজুক হেসে বলেছিলেন, 'সে তো বলেছে ফ্রেমে ১০ হাজার একটা (১) গোলাপ দেখতে পাচ্ছে।' সঙ্গে সঙ্গে পালটা প্রশ্ন, এই ১০ হাজারের সঙ্গে একটা গোলাপ তাহলে মধুমিতা সরকার? হাসতে হাসতে অভিনেত্রীর জবাব, 'সেটা বলতে পারব না।'

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali Film Bengali News Bengali Film Industry Madhumitha Sarcar