Actors who Played Shiva: মহাদেবের চরিত্রে অভিনয় করা নেহাতই সহজ কথা নয়। এটি এমন একটি চরিত্র, যাতে খুঁত করলে কিংবা ভুল করলে হয় না। বরং, বিভিন্ন সময় এমন দেখা গিয়েছে যে মহাদেবের চরিত্রে তারকারা অভিনয় করতে করতে মানুষের কাছে বাস্তবে শিব হয়ে উঠেছেন। তাঁদের অস্তিত্ব অভিনয়ের বাইরে বেরিয়ে দেবতার সমান হয়ে উঠেছে। এমনকি তাঁদের ঈশ্বরের স্থানে বসিয়ে অনেকেই পুজো পর্যন্ত করেছেন।
বহুবছরে বহু তারকা শিবের ভূমিকায় অভিনয় করে গিয়েছেন। যাদের মধ্যে এরা ভীষণ জনপ্রিয়। তাঁদের রাস্তাঘাটে দেখলেও অনেকে পা ছুঁয়ে প্রণাম করেন। তাঁদের সকলকে চেনেন কী? এই মহা শিবরাত্রির দিনে দেখে নিন তাঁরা আসলে কারা...
মোহিত রায়না: বেশিরভাগ মানুষকে যদি চোখ বন্ধ করে মহাদেবকে কল্পনা করতে বলা হয়, তবে দেবো কে দেব মহাদেব মোহিত রায়নার ছবিই ভেসে ওঠে। মোহিত যেভাবে মানুষের মনে গেঁথে আছেন, তাতে করে এই সমাজের মানুষের মনে অন্য কারওর জায়গা নেওয়া খুব সমস্যার। মোহিত তো এমনও বলেছিলেন, যে অনেকেই তাঁকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। যদিও তাতে বেশ সমস্যায় পড়তেন তিনি।
সৌরভ জৈন: সৌরভ রাজ জৈন, যিনি কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন, তিনি কিন্তু শিবের ভূমিকায় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন। মহাকালী ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল মহাদেব হিসেবে। এবং তিনিও কিন্তু নিজের চোখের মাধ্যমে কামাল করেছিলেন।
অরুণ গোভিল: রামানন্দ সাগরের রামায়ণে তাঁকে দেখা গিয়েছিল রাম হিসেবে। সেই থেকে বেশিরভাগ মানুষ তাঁকে প্রভু হিসেবেই সম্বোধন করেন। তাঁকে দেখলে শ্রদ্ধায় এবং ভক্তিতে হাত জোড় করেন। কিন্তু, অনেকেই জানেন না যে রাম ছাড়াও তিনি টিভি শো শিব মহিমাতে মহাদেবের ভূমিকায় অভিনয় করেছিলেন।
অমিত মেহরা: সঙ্কটমোচন মহাবলী হনুমান ধারাবাহিকে তিনি শিবের ভূমিকায় কাজ করেছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে বহু মানুষের নজরে এসেছিলেন।
তরুণ খান্না: বহুবার তাঁকে দেখা গিয়েছিল শিবের ভূমিকায়। দেবী আদি পরাশক্তি, কর্মফলদাতা শনি, এবং স্টার প্লাসের ধারাবাহিক রাধা কৃষ্ণে তাঁকে মহাদেবের ভূমিকায় দেখা গিয়েছিল। এবং ভোলানাথ হিসেবে তিনি বেশ জনপ্রিয়। একসময় তো তিনি বলেছিলেন, যে শিবের আশীর্বাদ আছে বলেই তিনি বারবার এই সুযোগ পান।