মহানায়ক সম্মানের জেরে হাসাহাসি শেষ নেই। অঙ্কুশ থেকে শ্রাবন্তী, এমনকি সায়ন্তিকা - অনির্বাণ বাদ পড়েননি কেউই। প্রায় অনেকবছর অভিনয় জীবনের পর কোয়েল মল্লিকের ঝুলিতে গিয়েছে এই পুরস্কার। কিন্তু, তারপর থেকেই বিতর্ক। জিৎ আজ অবধি এই পুরস্কার পাননি। আবার না পাওয়ার দলে রয়েছেন আরও অনেকে।
সায়ন্তিকা, অঙ্কুশ কিংবা শ্রাবন্তী আজ অবধি কী অভিনয় করেছেন যে তারা মহানায়ক পুরস্কারের অধিকারী? সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর সব অভিযোগ। আবার কেউ বললেন, মহানায়ক স্বর্গ থেকে অপমানিত বোধ করবেন। অভিনয়ের 'অ' না জেনেই কেবলমাত্র, দলীয় জোটের কারণেই এহেন সম্মানীয় একটি পুরস্কার পেয়ে যাচ্ছেন তাঁরা। অভিযোগ উঠেছে কিছুটা এমনই।
আবার, কেউ কেউ টানলেন অভিনেতা জিৎ এর প্রসঙ্গও। তথাকথিত, নিজের কাজটুকু করেন তিনি। এর বাইরে, অনুষ্ঠান কিংবা পুরস্কারের মঞ্চ তাঁকে কোথাও দেখা যায় না। কিন্তু, তাই বলে... তাঁকে পুরস্কারের অধিকারী বলে ঘোষণা করা হবে না? আওয়াজ তুললেন জিৎ এর ভক্তরা। কেউ বললেন, তিনি তোষামোদ করতে পারেন না বলেই পুরস্কারের মঞ্চে ডাক পাননা। আবার কেউ কেউ, অভিনেতাদের এমন একজনের সঙ্গে তুলনা করলেন যে...
কনটেন্ট ক্রিয়েটররাও তো অভিনয় করেন। অন্তত, তাঁদের বক্তব্য যদি এরা মহানায়ক পুরস্কার পেতে পারেন তবে, স্যান্ডি সাহাও সেই পুরস্কারের দাবি রাখেন। এমনকি তারা নানা মজাদার মিমও বানিয়ে ফেলেছেন। যেখানে উত্তম ফোন করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন, স্যান্ডি সাহা কেন পেল না পুরস্কার? আমি এতে খুব অবাক হয়েছি। এমনকি সেই মিমও বেজায় পছন্দ করেছেন অনুরাগীরা।