Advertisment

মহানায়কের প্রয়াণ দিবসে রোমান্টিক নায়কের স্মৃতিচারণা

বাংলার 'ফ্লপ মাস্টারে'র সিনেমার আখ্যাত ফিরে আসবে নস্ট্যালজিয়ায়। বুধবারের 'উত্তম স্মরণ সন্ধ্যা'-য় স্মৃতিচারণে উঠে আসবে উত্তম মূহুর্তরা।

author-image
IE Bangla Web Desk
New Update
uttam kumar

উত্তম কুমার।

উত্তম কুমারের উনচল্লিশতম মৃত্যুদিবস, আর এদিন সন্ধ্যাতেই আয়োজিত হবে 'উত্তম স্মরণ সন্ধ্যা'। বাংলার 'ফ্লপ মাস্টারে'র সিনেমার আখ্যাত ফিরে আসবে নস্ট্যালজিয়ায়। স্মৃতিচারণে উঠে আসবে উত্তম মূহুর্তরা। আগেই একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বুধবারের বিশেষ সন্ধ্যের কথা জানিয়ে দিয়েছিলেন মহানায়কের পৌত্র গৌরব চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবীর কন্যা সোমা চৌধুরি ও পুত্র শন।

Advertisment

মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো উত্তম কুমারের নায়িকারাও উপস্থিত থাকবে বুধবারের সন্ধ্যায়। প্রদর্শীত হবে বিশিষ্ট আলোকচিত্রশিল্পী নিমাই ঘোষের ক্যামেরাবন্দি ‘উত্তম-মুহূর্ত’। দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।

uttam-in line পেয়ালা-পিরিচ-রেকাব ও উত্তমকুমার (ইন্ডিয়ান এক্সপ্রেস আর্কাইভ)

আরও পড়ুন, উত্তম কুমার, এখনও মহানায়ক

এছাড়াও বাংলা সঙ্গীত জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা গানের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন বরেণ্য শিল্পীকে। উপস্থিত থাকবেন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, শম্পা কুণ্ডু, জোজোর মতো শিল্পীরা।

uttam kumar death 1980 র 24 জুলাই। তপন দাস এর তোলা ছবি

এছাড়াও বাংলা সঙ্গীত জগতের বিভিন্ন ব্যক্তিত্বরা গানের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন বরেণ্য শিল্পীকে। উপস্থিত থাকবেন শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, শম্পা কুণ্ডু, জোজোর মতো শিল্পীরা। নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট, দেবলীনা কুমার ও দ্রাবিন চট্টোপাধ্যায়কেও দেখা যাবে এই অনুষ্ঠানে।

Uttam Kumar
Advertisment