Mahanayak Uttam Kumar: তিনি বাংলা ছবি এবং ভারতীয় সিনেমার মহানায়ক উত্তম কুমার। তার ফ্যান থাকা নিতান্তই স্বাভাবিক ঘটনা। দিনের পর দিন ওই মলিন হাসতে তিনি ভুবন ভুলিয়েছেন। তাকে দেখতে থিয়েটারে উপচে পড়া ভিড়, এমনকি মহানায়কের গাড়ির সামনে দিয়ে অনেকে ছুটে যেতেন তাকে এক ঝলক দেখার জন্য। কিন্তু মহানায়ক কার ভক্ত ছিলেন জানেন?
বর্তমান সময়ে খেয়াল করলে দেখা যাবে, পরিচালকদের ভক্তসংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে সমাজমাধ্যমের যুগে পরিচালকরা তাদের কাজের প্রশংসা নিজে কানেই শুনতে পান। তখনকার দিনের পরিচালকদেরকে অনেকেই চিনতেন না। ক্যামেরার আড়ালে বা নেপথ্যে কারা কাজ করছেন, সেই নিয়ে অনেকেরই চেতনা থাকত না। কিন্তু, উত্তম এমন এক পরিচালকের ভক্ত ছিলেন, যিনি এই বাংলা ইন্ডাস্ট্রিকে দারুন কিছু ছবি উপহার দিয়েছেন।
সেই পরিচালকের সঙ্গে প্রযোজনায় উত্তম কুমার নিজেও বেশ দারুণ কয়েকটি ছবি উপহার দিয়েছেন। তার মধ্যে 'হারানো সুর', 'বড় দিদি', 'শ্যামলী' - সিনেমা হিসেবে দারুণ জনপ্রিয়। পরিচালকের সঙ্গে দেখা হতে উত্তম কুমার বলেছিলেন - 'আপনি জানেন আমি আপনার দারুণ একজন ফ্যান'. মহানায়ককে গৃহপ্রবেশ ছবিতে নায়ক রূপে নেওয়ার তাগিদেই তাঁদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়। আর প্রথম সাক্ষাতে উত্তম জানিয়ে দেন যে তিনি, এই পরিচালকের একজন অনুরাগী। তিনি আর কেউ নন বরং অজয় কর। পরিচালক একবার নিজেই জানিয়েছিলেন এসব কথা। তার ধারণা ছিল...
Shah Rukh Khan: মৃত্যুশয্যায় শাহরুখের কাছের মানুষ, 'কী হবে ওর?' যা জ…
স্টারদেরই ফ্যান থাকে। ডিরেক্টরদের ফ্যান খুব কমই হয়। পরিচালকদের প্রচার যেহেতু খুব কম হয়, তাই তাদের ইমেজ ফ্ল্যাকচুয়েট করে। তাই, মহানায়কের মুখে নিজের প্রশংসা শুনে একটু অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক। উত্তরে অজয় বাবু বলেন, আমার ফ্যান? ক্যামেরার সামনে যারা থাকে তাদেরই সাধারণত ফ্যান হয়। পাল্টা উত্তরের মহানায়ক বলেন, "আরে আপনি ক্যামেরার পেছনে ছিলেন বলেই তো আমি আপনার কাজে এত মুগ্ধ হয়েছি। আপনার প্রথম ছবি জিঘাংসা আমাকে আপনার ফ্যান করে তুলেছে।" রসিক মানুষ ছিলেন অজয় বাবু।
উত্তম কুমার যখন নিজের মুখে স্বীকার করেছেন, তিনি তার ফ্যান, তখন একটু উত্তর না হলে হয় না। অজয় বাবু তখন হেসে তাঁকে বলেন, "তাহলে দেখা যাক দুজনের ফ্যান গেলে কি পরিমান ভাত হয়?" তারপর থেকে আর দুজনের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করতে হয়নি। তারা একসঙ্গে কাজ করেছেন, চিন্তা করেছেন, খাওয়া-দাওয়া করেছেন, শোয়া-বসা সবটাই ছিল একসঙ্গে। অজয় বাবু জানিয়েছিলেন, মহানায়ক তাকে বড় ভাইয়ের মতো সম্মান দিতেন। এবং এই সম্মান শুধু তার কাছে সব থেকে বড় পাওয়া।