Advertisment
Presenting Partner
Desktop GIF

Mahanayak house Lakshmi Puja: বাবার সঙ্গে মহানায়কের বাড়িতে ছোট্ট ধীর, কেমন অভিজ্ঞতা হল গৌরব পুত্রর?

Gourab Chakraborty son Dheer: গৌরব পুত্রকে সামনে পেয়ে তখন আদরে ভরিয়েছেন বাকিরা। কিন্তু, সে খুব গম্ভীর। কেবল বাবার কোলে চেপে চোখ বড় বড় করে....

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dheer gourab

বাবার সঙ্গে এল ধীর, মহানায়কের বাড়ির পুজোয়

গতকাল মহানায়কের বাড়ির লক্ষ্মী পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন অনেকেই। কিন্তু সকলের মধ্যে যিনি নজর আকর্ষণ করলেন তিনি হলেন গৌরব পুত্র ধীর। বাবা মায়ের সঙ্গে সে হাজির মহানায়কের বাড়িতে।

Advertisment

ধীর জনসম্মুখে এর আগে আসেনি। বাবা গৌরব এবং মা রিধিমা ছবির মাধ্যমেই তাঁকে বারবার দেখিয়েছেন। কিন্তু, এবার সে সকলের সামনে আসতেই তাঁকে নিয়ে উচ্ছ্বাস। কালো রঙের পাঞ্জাবিতে গৌরবের বাড়িতে বাবার কোলে চেপে পৌঁছতেই তাঁকে আদর করতে শুরু করেন চট্টোপাধ্যায় বাড়ির সকলে।

গৌরব পুত্রকে সামনে পেয়ে তখন আদরে ভরিয়েছেন বাকিরা। কিন্তু, সে খুব গম্ভীর। কেবল বাবার কোলে চেপে চোখ বড় বড় করে, সবটা দেখতে ব্যস্ত সে। এখানেই শেষ না। বরং, ক্যামেরা ফেস করতে সে আগে শেখেনি। তাই, সবটাই খুব নতুন তাঁর কাছে। কিন্তু, বাবার সঙ্গে তাঁর উপস্থিতি যে সকলের মন জয় করে নিয়েছে, সেটা পরিষ্কার।

অন্যদিকে, গৌরব নিজেও বেশ খুশি এই ক্ষেত্রে। কারণ, মহানায়কের বাড়ি তাঁর খুব কাছের। একে, তো গৌরব তাঁর বেশ ভাল বন্ধু। অন্যদিকে রিধিমার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ সুন্দর। তাই বন্ধুর বাড়িতে যাবেন না, এও সম্ভব না। তাই তো গৌরব বলছেন...

"আমাদের কাছে এটা পরিবার হয়ে গিয়েছে। এখানে না এলে হয় না। গৌরবের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক খুব সুন্দর। তাই, অন্যরকম একটা অনুভূতি হয়।" মহানায়কের বাড়ি মানেই সেখানে অনেকেই আমন্ত্রিত থাকেন। আজও, সেই রীতি মেনেই পুজো হয়ে আসছে সেই বাড়িতে। ভোগের পাশাপাশি, আরতি সবটা নিজের হাতে করেন তাঁরা। 

Gourab Chatterjee Uttam Kumar Ridhima Ghosh
Advertisment