/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/sushant-singh-lead.jpg)
সুশান্ত সিং রাজপুত
মহারাষ্ট্র পুলিশের সাইবার দফতর নেটিজেনদের সুশান্ত সিং রাজপুতের শেষ মূহুর্তের ছবি শেয়ার না করার অনুরোধ করেছেন। রবিবার থেকেই অনলাইনে সুশান্তের নিথর দেহের ছবি ভাইরাল হতে থাকে সোশাল মিডিয়ায়। বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতার দেহ।
''ডিস্ট্রারবিং ট্রেন্ড'' আখ্যা দিয়ে একটি আইনি সার্কুলেশন জারি করেছে পুলিশ। ছবি শেয়ার করলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। প্রসঙ্গত, রবিবার সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ে বানিজ্য নগরী।
তারপরেই নেটিজেনরা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে থাকে সুশান্তের মৃতদেহের ছবি। তাতেই বিরক্ত হয়েছে নেটদুনিয়ায় একাংশ। অবশেষে পুলিশের সাইবার শাখা জানায়, এটা ব্যাড টেস্ট।
রবিবার রাতে টুইট করে জানানো হয়, সোশাল মিডিয়ায় একটি ডিস্টারবিং ট্রেন্ড দেখা যাচ্ছে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি অত্যন্ত খারাপভাবে সার্কুলেট হচ্ছে। এটি অত্যন্ত খারাপ এবং উদ্বেগজনক।
আরও বলা হয়েছে, যদি কোনও ব্যক্তিকে এই ধরনের ছবি শেয়ার করতে দেখা যায় তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াও হতে পারে। পুলিশ অনুরোধ করে এখনও পর্যন্ত যে বা যাঁরা ছবি পোস্ট করেছেন দয়া করে ডিলিট করে দিন।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর কোনও নোট পায়নি পুলিশ। প্রাথমিক তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যাই করেছেন অভিনেতা। পরবর্তী তদন্ত চলছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন