দুই বলিউড তারকা অমিতাভ বচ্চন আর অক্ষয় কুমার ‘পক্ষপাতদুষ্ট’। সম্প্রতি চাঞ্চল্যকর এই অভিযোগ এনেছে মহারাষ্ট্র কংগ্রেস। অবিলম্বে মোদী সরকারের জনবিরোধী নীতির বিরোধিতায় মুখ না খুললে, তাঁদের শ্যুটিং বন্ধের হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকি দিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস প্রধান নানাভাউ পাটোলে। তাঁর অভিযোগ, ‘এই তারকারা পক্ষপাতদুষ্ট। যে ভাবে পেট্রলের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষ বিপদে পড়েছেন। মনমোহন সিংহের সরকার থাকাকালীন যখন পেট্রলের দাম বেড়েছিল, তখন তো অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকারা এক চুল জায়গা ছাড়েননি। তখন তো খুব টুইট করতেন। আজ তাঁরা নীরব।‘ তাঁর তোপ, ‘যে ছবিগুলিতে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার রয়েছেন, মহারাষ্ট্রে সেই ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। হয় নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে কথা বলুন, নয়তো আমরা শ্যুটিং বন্ধ করে দেব।’
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারের অন্যতম জোট শরিক কংগ্রেস। ফলে তাদের এই হুমকি বিশেষ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে রিহানা-থুনবার্গের ট্যুইটের বিরধিতা করে সরব হয়েছিলেন একঝাঁক তারকা। দেশের সার্বভৌমত্বের পক্ষে সওয়াল করেছিলেন বিনোদন থেকে ক্রীড়া জগত। সেই ট্যুইটের পিছনে বিজেপির আইটি সেলের হাত রয়েছে, এমন অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী। ঠিক তারপরেই মহারাষ্ট্র কংগ্রেস প্রধানের এই হুমকিকে চাপের রাজনীতি হিসেবে দেখছেন পর্যবেক্ষক মহল।
এ প্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি অমিতাভ বচ্চন আর অক্ষয় কুমারের বহু পুরনো ট্যুইট ভাইরাল করেছেন নেটিজেনরা। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে করা বিগ-বি’র সেই ট্যুইটে খোঁচা দিয়ে লেখা, ‘পেট্রলের দাম বেড়েছে ৭.৫ টাকা। পেট্রল স্টেশনের কর্মী গাড়ির মালিককে জিজ্ঞাসা করলেন, কত টাকার পেট্রল দেব? মালিক জানালেন, ২/৪ টাকার পেট্রল আমার গাড়ির উপরে ছিটিয়ে দাও। জ্বালিয়ে দাও।‘
এদিকে, মোদী সরকারের আমলে ক্রমশ বাড়ছে জ্বালানির দাম। বৃহস্পতিবার মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৬.৩২ টাকা। ডিজেল ৮৭.৩২ টাকা। টানা ১০ দিন ধরে বাড়ল পেট্রল-ডিজেলের দাম। ইতিমধ্যে রাজস্থান ও মধ্যপ্রদেশে পেট্রলের দাম ১০০টাকা ছাড়িয়েছে। তার মধ্যে একটি রাজ্য বিজেপি শাসিত। রাজস্থানের শ্রীগঙ্গানগরে বৃহস্পতিবার প্রতি লিটার পেট্রলের দাম ছিল ১০০.৪৯ টাকা। মধ্যপ্রদেশের অনুপ্পুরে ১০০.২৫ টাকা।