Mahesh Babu Top 5 Movies: বর্তমান সময়ে তারকাদের নানা সমস্যার শেষ নেই। পান থেকে চুন খসলেই তাঁদের নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। এমনকি, কখন কোনদিক থেকে তাঁরা ফেঁসে যাচ্ছেন, সেই নিয়ে নানা সমালোচনার শেষ নেই। আজ সকাল থেকেই মহেশ বাবুকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। কারণ, অভিনেতাকে ED একটি কারণবশত তলব করেছে। এবং সেই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জুড়ে গিয়েছেন তিনি।
কিন্তু, অভিনেতাকে সেভাবে এই নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না বলেই খবর। এমনকি, এও জানা যাচ্ছে তাঁর দল বিষয়টিকে খতিয়ে দেখার চেষ্টা করছেন। কিন্তু এই মহেশ বাবুর সিনেমা দারুণ মন কেড়েছে ভক্তদের। দিনের পর দিন, নিজের প্রায় ২০ বছরের কেরিয়ারে তিনি দারুণ জনপ্রিয় কিছু ছবি উপহার দিয়েছেন। দেখে নেওয়া যাক তাঁর এমন কয়েকটি ছবি, যেখানে দারুণ কিছু দেখা গিয়েছে।
সারিলেরু নিকেব্বারু: এই ছবিতে এক সোলজারের ভূমিকায় দেখা গিয়েছে। মেজর অজয় কৃষ্ণা হিসেবে তিনি রয়েছেন এই ছবিতে। এই ছবি মূলত রেসকিউ অপারেশন নিয়ে। এবং তাঁদের মা ভারতির এও দারুণ ভূমিকা রয়েছে এই ছবিতে। নায়িকা হিসেবে রয়েছেন রশ্মিকা মন্দানা। এছাড়াও একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা গিয়েছে প্রকাশ রাজকে।
Anurag Kashyap: ব্রাহ্মণদের নিয়ে অশ্লীল মন্তব্য, ভুলের বিরাট মাশুল গুনছ…
সরকারু ভারী পাতা: এই ছবিতে তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যেটি বেশ অদ্ভুত। বিদেশে বেশি টাকায় সুদ খাটিয়ে, যখন দেশে ফেরেন মাহী তখন দেখতে পান, ব্যাংক বড়লোকদের সব সুদ মাফ করে, কিন্তু সাধারণ মানুষের এই নিয়ে সমস্যার শেষ নেই। সেই নিয়েই এই গল্প। মহেশ বাবু ছাড়াও এই ছবিতে ছিলেন কীর্তি সুরেশ।
অক্কাডু: এই ছবি একেবারেই রোমান্টিক একটি ছবি। শুধু তাই নয়, মহেশের কেরিয়ারে এটি দারুণ একটি ছবি। অজয় ভর্মা এবং স্বপ্না রেড্ডির এই গল্প। অজয়, যে একজন কবাডি প্লেয়ার, তিনি কুরনুল পৌঁছে কী কাণ্ড করেন এবং কীভাবে তাঁদের প্রেম হয়, সেটাই আসল গল্প।
মুরারী: এই গল্প একেবারেই পরিবারের মধ্যে বিস্তারিত। এই ছবিতে নায়িকা রয়েছেন সোনালী বেন্দ্রে। কী করে এক জমিদার বাড়িতে জন্মে, এবং সেখানে এক অভিশাপের মোকাবিলা করে সে, সেই নিয়েই গল্প। তাঁর সঙ্গে পরিবারের নানা কান্ড কারখানা
ভারত আনে নেনু: ভারত রাম যে অক্সফোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাশ করেই জানতে পারে তাঁর বাবা যিনি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী তাঁর হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে। এবং তারপর তাঁর দেশে ফেরার পর একের পর এক ঘটনা ঘটে। এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন কিয়ারা আদবানি।