'বাস্তব' অভিনেতা সঞ্জয় দত্তের পর সেই সিনেমার পরিচালক মহেশ মঞ্জরেকরের (Mahesh Manjrekar) জীবনেও বড়সড় দুঃসংবাদ। সঞ্জুবাবার মতো মহেশের শরীরেও বাসা বেঁধেছে মারণ রোগ। ক্যানসার আক্রান্ত তিনি। বলিউড অভিনেতা তথা পরিচালক খোদ ইন্ডিয়ান এক্সপ্রেস.কম-কে এই খবর নিশ্চিত করেছেন।
মারণ রোগ বাসা বেঁধেছে মূত্রথলিতে। সদ্য মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে মহেশ মঞ্জরেকরের। দিন কয়েক আগেই এই চরম দুঃসংবাদ আসে অভিনেতার কাছে। এপ্রসঙ্গে পরিচালক-অভিনেতা জানান, "আমার অস্ত্রোপচার হয়েছে। আশা করছি সেরে উঠব।"
প্রসঙ্গত, বছর তিনেক আগেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। ব্যক্তিগত জীবনেও মহেশ মঞ্জরেকরের সঙ্গে সঞ্জয়ের বন্ধুত্ব বেশ গাঢ়। তাঁর পরিচালিত একাধিক ছবিতেই দেখা গিয়েছে সঞ্জুবাবাকে। এবার ঘনিষ্ঠ বন্ধুর মতোই মহেশের শরীরেরও থাবা বসাল ক্যানসার। সূত্রের খবর, প্রাথমিক পর্যায়েই পরিচালক-অভিনেতার ক্যানসার ধরা পড়ায় চিকিৎসা শুরু করা হয়েছে তড়িঘড়ি।
উল্লেখ্য, বর্তমানে বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক নিয়ে ব্যস্ত পরিচালক। গত মে মাসে সাভারকরের ১৩৮তম জন্মদিনেই সেই সিনেমার কথা ঘোষণা করেছেন তিনি। ওদিকে, গতবছরই মহেশ পরিচালক হিসেবে ডিজিটাল ডেবিউ করেছেন '১৯৬২: দ্য ওয়ার ইন দ্য হিলস'-এর হাত ধরে। যে ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। উপরন্তু সলমন এবং তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মা অভিনীত 'অন্তিম' ছবির পরিচালনার দায়িত্বেও মহেশ মঞ্জরেকর। যে এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।
<আরও পড়ুন:হাসপাতালে ভর্তি অভিষেক বচ্চন, দেখতে গেলেন অমিতাভ-শ্বেতা>
সিনেদুনিয়া ছাড়া টেলিভিশন জগতেও মহেশ বেজায় জনপ্রিয়। খুব শিগগিরিই মহেশ মঞ্জরেকর সঞ্চালিত 'বিগ বস মারাঠি' দেখা যাবে টিভিতে। এর আগের দুটোও মরসুমে সঞ্চালনা করেছিলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন