/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/mahiya.jpg)
মা হচ্ছেন মাহিয়া?
এদেশের তারকা দম্পতি গুরমিত এবং দেবিনার পথেই হাঁটলেন বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি! তাঁর সমাজমাধ্যমের পাতা বলছে, তিনি নাকি আবার না হতে চলেছেন। কী লিখলেন অভিনেত্রী?
চলতি বছরেই সন্তানের মা হয়েছেন তিনি। আর তাঁর আগেই নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। অভিনেত্রীকে অন্তঃসত্বা অবস্থায় জেল হেফাজতেও যেতে হয়। তবে, গতকাল এমন এক খবর জানিয়েছন তিনি। যে ভ্রু কুঁচকে ফেলেছেন অনেকেই। নিজের সমাজমাধ্যমের পাতায় এমনই লিখলেন...
আমি তুমি এবং আমাদের দুটি ফুল। এই বাক্যটি দৃষ্টিগোচর হতেই শুভেচ্ছা জানাতে শুরু করলেন সকলে। তাঁর প্রথম সন্তানের বয়স মাত্র ৪ মাস। তাঁর মধ্যেই আবারও একবার অন্তঃসত্বা হওয়ার খবর জানালেন তিনি। এদিকে, অভিনেত্রীর তরফে সুখবর পেতেই অন্যান্য নায়িকারা শুভেচ্ছা জানালেন। শবনম ফারিয়া লিখলেন, একসঙ্গে তবে দুজনকে দেখতে যাব। আবার যাহারা মিতু লিখলেন, যা ভাবছি যদি তাই হয় তবে অভিনন্দন।
অভিনেত্রীর বিয়ে হয় ২০২১ সালে। দুই বাংলাতেই সমান কাজ করেছেন তিনি। এই বাংলায় অঙ্কুশ - ওমের সঙ্গে জোট বেধেছিলেন। বিয়ের দেড় বছরের মাথায় তিনি প্রথম সন্তানের মা হন। এবার, আবারও নতুন সদস্যের আসার সুখবর জানিয়েছেন।