করোনায় মৃতদের শেষকৃত্য ফ্রি করতে সরকারকে আবেদন জানালেন সোনু সুদ। তাঁর মতে, ‘শ্মশান কিংবা কবরস্থান ফ্রি করে দেওয়া হোক। যাতে সেই পরিবারগুলো, যাঁদের সামর্থ্য নেই, নিশ্চিন্তে আপনজনের শেষকৃত্য করতে পারে।‘ এই বিষয়ে শনিবার সোনু সুদ একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানেই তিনি বলেছেন, ‘ধনী থেকে গরিব, কীভাবে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়ছে।‘
সেই ভিডিওয় এক পরিবারের কথা উল্লেখ করেছেন সোনু সুদ। আপনজনের করোনা চিকিৎসায় সর্বস্ব খুইয়ে শেষকৃত্যের টাকা ছিল না সেই পরিবারের। ফলে দাহকাজে এসে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছিলেন সেই পরিবার।
সেই ভিডিওতে সোনু সুদ বলেন, ‘শুক্রবার রাত ২টো পর্যন্ত এক রোগীর জন্য করোনা বেড খুজেছি আমরা। অনেকক্ষণ খোঁজার পর বেড পাওয়ায় গেলেও, পরে তাঁর ভেন্টিলেটর প্রয়োজন পড়ে। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তাঁকে ভেন্টিলেটরে দিলে সেই রোগী মারা যান। এরপর আমাদের শেষকৃত্যের লড়াই শুরু হয়। পয়সা না থাকায় সেই পরিবার কবরস্থান খুঁজে পাচ্ছিল না। আমরা দায়িত্ব নিয়ে পরে সেই দেহের শেষকৃত্য করি।‘
তাঁর মন্তব্য, ‘এই মানুষের বাইরেও এমন অনেকে আছে, যারা আমাদের পর্যন্ত পৌঁছতে পারে না। করোনার জন্য কাজ করতে গিয়ে দেখেছি ধনী থেকে গরিব থেকে মধ্যবিত্ত সকলেই যুদ্ধ করছেন। তাই সরকার এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে অনুরোধ আপনারা শেষকৃত্য ফ্রি করে দিন। যাতে শ্মশানে বা কবরস্থানে কোনও পরিবারকে টাকা দিতে না হয়। প্রতিদিন ৩-৪ হাজার মানুষ মরছে। মৃতদেহ পিছু ১৫-২০ হাজার খরচ। অর্থাৎ ৬-৭ কোটি খরচ।‘