সইফ আলি খানের 'তাণ্ডব' (Tandav) নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড়। সেই রেশ যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। ওয়েব সিরিজে হিন্দুধর্ম ও শিবকে অপমানের অভিযোগ তুলে আমাজন প্রাইম এবং সইফের (Saif Ali Khan) বিরুদ্ধে চোখ রাঙিয়েছিলেন গেরুয়া শিবিরের একাংশ কপিল মিশ্র, রাম কদম এবং মনোজ কোটাকরা। নির্মাতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে থানায়। দাবি, ক্ষমা চেয়ে সংশ্লিষ্ট ওয়েব সিরিজকে নিষিদ্ধ করে দিতে হবে। এবার সেই চাপের মুখেই নতিস্বীকার করে ক্ষমা চাইল টিম 'তাণ্ডব'। শুধু তাই নয়, ছবির বিতর্কিত অংশ কাটছাঁট করে পরিবর্তনের সিদ্ধান্তও নিল।
প্রসঙ্গত, মঙ্গলবারই টিম 'তাণ্ডব'-এর তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, "সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ওয়েব সিরিজের দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়েব সিরিজের মাধ্যমে কাউকে যদি অনিচ্ছাকৃতভাবে আঘাত করা হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।" পাশাপাশি ওই বিবৃতিতে এও বলা হয়েছে যে, "দেশের মানুষের প্রতি আমাদের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে। আমরা কোনও জাতি, ধর্ম, বর্ণের ভাবাবেগকে আঘাত করতে চাইনি। এমনকী কোনও রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠান, জীবিত বা মৃত ব্যক্তিকেও আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমাদের।"
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি 'তাণ্ডব' মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এই ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক শুরু হয়। মহম্মদ আয়ুব জিশান অভিনীত এক দৃশ্যে শিবকে অপমান করা হয়েছে বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এরপরই বিজেপি নেতা কপিল মিশ্র তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি রাখেন। উপরন্তু নেটদুনিয়াতেও ট্রেন্ডিং হয় #BanTandavNow। উত্তর প্রদেশের হজরতগঞ্জে অভিযোগ দায়ের হয় পরিচালক আলি আব্বাস জাফর এবং সইফ আলি খানের বিরুদ্ধে। যার জেরে সইফের বাংলোর বাইরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন ছিল। শুধু নবাবের বাড়ির বাইরেই নয়, আমাজনের অফিসের বাইরেও বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা। যাবতীয় বিতর্কের জেরেই এবার 'তাণ্ডব'-এর কন্টেন্টে বদল এনে বিতর্কিত দৃশ্য মুছে ফেলার সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।