Malaika Arora Rahul Vijay: আরবাজ খানের ২০১৭ সালে সঙ্গে দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ইতি টানেন মালাইকা। এরপর তাঁর জীবনে আসেন বয়সে বেশ খানিকটা ছোট অর্জুন কাপুর। কয়েক বছর সম্পর্কে থাকার পর এখন তাঁদের পথও আলাদা। অর্জুনের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন খোদ বলিউডের মুন্নি। কিন্তু, সেসব অখন অতীত। সম্প্রতি এক মিস্ট্রি ম্যানের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার।
কখনও তাঁদের দেখা যাচ্ছে একসঙ্গে ছুটি কাটাতে তো কখনও আবার পার্টি করতেও দেখা যাচ্ছে দুজনকে। এরপরই মালাইকার জীবনে নতুন প্রেমের বসন্ত নিয়ে চর্চা শুরু। অনেকের ধারণা এই রহস্যময় ব্যক্তি রাহুল বিজয়। আর তাঁর সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন মালাইকা।
এই গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন অভিনেত্রীর কাছের বন্ধু। 'হিন্দুস্তান টাইমস'-কে দেওয়া সাক্ষাৎকারে এই গুঞ্জন নস্যাৎ করে বলেন, 'মালাইকা সিঙ্গল। বর্তমানে তিনি ভাল আছেন। নিজের জীবনটা উপভোগ করছেন। মালাইকার জীবনে এখন কেউ নেই। তাই কিছু বলার আগে সত্যিটা যাচাই করে নিন'।
আরও বলেন, 'রাহুল বিজয় মালাইকার ছেলে আরহানের স্টাইলিস্ট। সেই সূত্রে মালাইকার সঙ্গেও ভাল সম্পর্ক। এই ধরনের রটনা সম্পূর্ণ ভিত্তিহীন'। উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বিচ্ছেদ বা নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার মাঝে মুখে কুলুপ মালাইকার। মালাইকার সঙ্গে রাহুল বিজয়ের নাম জড়াল কী ভাবে?
প্রসঙ্গত, এপি ধিলোঁর কনসার্টে মালাইকার সঙ্গে রাহুল বিজয় একটি ছবি পোস্ট করেছিলেন। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাহুল-মালাইকার সেই সেলফি মোমেন্ট। তারপরই প্রেমের ফিসফাস। অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর বাবাকে হারান মালাইকা। সেই সময় অবশ্য প্রাক্তনের পাশে ছিলেন অর্জুন। পরিস্থিতি সামলে স্বাভাবিক জীবনে ফিরেছেন মালাইকা। আরহান ও কাছের বন্ধুবান্ধবদের নিয়েই সময় কাটাচ্ছেন বলিউডের মুন্নি।