Advertisment

Arbaz Khan - Malaika Arora: অতীত হলেও কর্তব্যে ফাঁক রাখলেন না আরবাজ, নিজের নববধূকে নিয়ে গেলেন মালাইকার বাবার শেষকৃত্যে

Arbaz Khan visits Malaika Arora: প্রাক্তন স্ত্রীর প্রতি কর্তব্য করতে ভুললেন না তিনি। তাঁর দুঃখের সময়ে, শুধু পাশে দাঁড়ালেন এমন না, বরং গতকাল থেকেই সমস্যা সমাধানের চেষ্টাও করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
malaika arora

Malaika arora Father's last rite: মালাইকার বাবার শেষকৃত্যে সস্ত্রীক আরবাজ

সম্পর্ক এবং বন্ধুত্ব বোধহয় এমনই হয়। তাই তো প্রাক্তন স্ত্রীর বিপদের দিনে পাশে এসে দাঁড়ালেন আরবাজ এবং তাঁর পরিবার। গতকাল, রহস্যমৃত্যু হয়েছে মালাইকা অরোরার বাবার। তারপরই সেখানে পৌঁছান আরবাজ।

Advertisment

দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক, আরহানের অভিভাবক তাঁরা। ছেলের দেখভাল একসঙ্গে করেন। কিন্তু কিছুদিন আগেই বিয়ে করেছেন আরবাজ। ছেলে খোদ গিয়েছিলেন সেই বিয়েতে। আর আজ তো মালাইকার বাবা মারা যাওয়ার পর, আরবাজের পুরো পরিবার সামিল হয়েছিল মালাইকার বাবার শেষকৃত্যে। ছেলে আরহান, প্রথম থেকেই ছিল সেখানে।

সকালবেলা মায়ের পাশাপাশি দিদাকেও সাপোর্ট করতে দেখা যায় আরহানকে। এমনকি মালাইকার বন্ধুরাও তাঁর সঙ্গে ছিলেন। গতকাল থেকেই মালাইকার প্রিয় বান্ধবী করিনা কাপুর তাঁকে সঙ্গ দিয়েছেন। আজও সইফ করিনা এবং করিশ্মা ছিলেন শেষকৃত্যের সময়। দেখা যায়, মালাইকার চর্চিত প্রেমিক অর্জুন কাপুরকেও। অর্জুন নিজেও গতকাল থেকেই ছিলেন। তবে, নেটপাড়া প্রশংসা করছে যার...

তিনি আর কেউ না। বরং আরবাজের বর্তমান স্ত্রী। আজ সকালে আরবাজের সঙ্গে সঙ্গে তাঁকেও দেখা গেল। সুহারা খান, হাজির হয়েছিলেন সেখানে। আরবাজ যে সম্পর্কের মিষ্টতা এভাবে বজায় রেখেছেন তাতেই বেশিরভাগ প্রশংসা করেছেন। তাঁর পাশাপাশি কেউ কেউ এমনও বলেছেন, এরকম দেখা যায় না, সুহরা যা করলেন সেটাও প্রশংসার মত।

উল্লেখ্য, মালাইকা তখন শহরে অনুপস্থিত যখন তাঁর বাবার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গেই ফেরত আসেন অভিনেত্রী। সূত্রের তরফে জানানো হয়, দুর্ঘটনা ঘটেছে অরোরা পরিবারের সঙ্গে।   যদিও, বা মালাইকার যখন ১১ বছর বয়স তখনই তাঁর বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তাও, বাবার সঙ্গে বেশ অন্যরকম সম্পর্ক ছিল তাঁর।

bollywood Malaika Arora bollywood actress Arbaz Khan Bollywood Actor
Advertisment