Hip Hop Season 2: আইটেম নাচ আর ৫০-পেরিয়েও ফিট অ্যান্ড ফাইন থাকার সৌজন্যে পেজ ৩-এর খবরে থাকেন মালাইকা অরোরা। তাঁর শরীরী হিল্লোল ঝড় তোলে ভক্তহৃদয়ে। একাধিক ডান্স রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় বলিউডের মুন্নিকে।কিন্তু, 'হিপ হপ সিজন ২'-এ উত্তরপ্রদেশের ১৬ বছরের প্রতিযোগী নবীন শাহর উপর রেগে কাঁই মালাইকা। ১৪ মার্চ এই শোয়ের একটি ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
এক প্রতিযোগীর কিছু অশালীন অঙ্গভঙ্গিতে রীতিমতো মেজাজ হারিয়েছেন মালাইকা। মঞ্চ থেকে চোখ মারা-চুমু ছোড়া, অশালীন অঙ্গভঙ্গি দেখে মেজাজ হারান মালাইকা। রেগে গিয়ে বলেছেন, 'তোমার মায়ের ফোন নম্বরটা দাও। ১৬ বছরের একটা বাচ্চা নাচ করার সময় আমার দিকে তাকিয়ে আছে। চোখ মারছে আবার ফ্লাইং কিসও দিচ্ছে।' রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীকে কেন বকেছেন এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা।
ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মালাইকা বলেন, 'ওকে বকাবকি করার কোনও পরিকল্পনা ছিল না। এটা ইচ্ছাকৃত করেছি এমনটা নয়। আমি শুধু এটা বলতে চেয়েছিলাম যে, ও যা করছে সেটা অপ্রয়োজনীয়। প্রয়োজনের অতিরিক্ত কোনও কিছুই ভাল লাগে না। ওখানে আমরা একটি শোয়ের বিচারক। আমরা মজা করি, গান করি, আনন্দ করি। অনেক সময় আমরাও চুমু ছুঁড়ে দিই। নিজেদের ঠৌঁট নিজেরাই কামড়াই। সেগুলো সবটাই আমাদের অভিব্যক্তি। সেগুলো নিয়ে তো আমার কোনও সমস্যা নেই। কিন্তু, ওই আচরণটা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে।' একইসঙ্গে মালাইকা নবীন শাহর প্রশংসা করে বলেন, 'ও খুব ভাল নৃত্যশিল্পী। খুব মিষ্টি বাচ্চা।'
প্রসঙ্গত, রেমো ডি'সৌজার সঙ্গে শোয়ের বিচারকের আসন ভাগ করে নিয়েছেন মালাইকা। ওই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত বুঝেই ময়দানে নামেন রেমো। ওই প্রতিযোগীকে বুঝিয়ে বলেন, তাঁরা বাবা-মায়ের মতো। রিয়্যালিটি শোয়ে উপস্থিত অন্য প্রতিযোগীরাও মালাইকাকে সমর্থন করেছে। তাদের মতেও, মঞ্চ থেকে এইরকম অঙ্গভঙ্গি মোটও কাম্য নয়।
নবীন শাহের বাবাকে মঞ্চে ডেকে তাঁর সঙ্গে মালাইকা ও রেমো ছেলের ব্যবহার নিয়ে কথা বলেন। কিন্তু, সকলকে চমকে ছেলের পক্ষ নিয়েই তিনি বলেন, 'ও দেখতে সাদাসিধে কিন্তু, মোটেই সেটা নয়। রাত জেগে মেয়েদের সঙ্গে চ্যাট করে। আমারই তো ছেলে।' এই ধরনের আচরণের প্রতিবাদ না করে উলটে ছেলের গুনগন গাইলেন!