Malaika Arora Hip Hop Season 2: আইটেম নাচ আর ৫০-পেরিয়েও ফিট অ্যান্ড ফাইন থাকার জন্য পেজ ৩-এর খবর জুড়ে থাকেন মালাইকা অরোরা। তাঁর শরীরী হিল্লোল ঝড় তোলে ভক্তহৃদয়ে। একাধিক ডান্স রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় বলিউডের মুন্নিকে। কিন্তু, 'হিপ হপ সিজন ২'-এ উত্তরপ্রদেশের প্রতিযোগী নবীন শাহর উপর রেগে কাঁই মালাইকা। রেমো ডি'সৌজার সঙ্গে শোয়ের বিচারকের আসন ভাগ করে নিয়েছেন মালাইকা অরোরা। ১৪ মার্চ এই শোয়ের একটি ক্লিপিং সোশ্যাল মডিয়ায় তুমুল ভাইরাল। এক প্রতিযোগীর কিছু অশালীন অঙ্গভঙ্গিতে রীতিমতো মেজাজ হারিয়েছেন মালাইকা। পারফরম্যান্সের শেষে প্রতিযোগীর উদ্দেশে বলেন, ১৬ বছরের বাচ্চা আর...। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মায়ের ফোন নম্বর চেয়েছেন।
নাচের রিয়্যালিটি শোয়ের সেই মুহূর্ত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন বলিউডের মুন্নি। মালাইকা রেগে গিয়ে বলছেন, 'তোমার মায়ের ফোন নম্বরটা দাও। ১৬ বছরের একটা বাচ্চা নাচ করার সময় আমার দিকে তাকিয়ে আছে। চোখ মারছে আবার ফ্লাইং কিসও দিচ্ছে।' পরিস্থিতি উত্তপ্ত বুঝেই ময়দানে নামেন রেমো। ওই প্রতিযোগীকে বুঝিয়ে বলেন, তাঁরা বাবা-মায়ের মতো। রিয়্যালিটি শোয়ে উপস্থিত অন্য প্রতিযোগীরাও মালাইকাকে সমর্থন করেছে। তাদের মতেও, মঞ্চ থেকে এইরকম অঙ্গভঙ্গি মোটও কাম্য নয়।
নবীন শাহের বাবাকে মঞ্চে ডেকে তাঁক সঙ্গে মালাইকা ও রেমো ছেলের ব্যবহার নিয়ে কথা বলেন। ছেলের পক্ষ নিয়েই তিনি বলেন, 'ও দেখতে সাদাসিধে কিন্তু, মোটেই সেটা নয়। রাত জেগে মেয়েদের সঙ্গে চ্যাট করে। আমারই তো ছেলে।' এই ধরনের আচরণের প্রতিবাদ না করে উলটে ছেলের গুনগন গাইলেন! এওই ভিডিও ভাইরাল হতেই চর্চায় 'হিপ হপ সিজন ২'। উল্লেখ্য, হোলির দিন কলকাতায় এসেছিলেন মালাইকা অরোরা। নাচের তালে রঙের উৎসবকে আরও রঙিন করে তুলেছিলেন বলিউডের এই গ্ল্যাম ডল।