/indian-express-bangla/media/media_files/2024/12/08/OC7Zj93ipGPbU80JYsN5.jpg)
Malaika Arora: স্টেজে উঠে কাকে জড়ালেন মালাইকা?
অভিনেত্রী মালাইকা অরোরা, তাঁর সম্পর্ক ভেঙে নিজের জীবনে মন দিয়েছেন। তিনি সুখ যাপন করছেন নিজস্বতার সঙ্গে। তাঁর মধ্যেই ভালবাসার এক অন্যরকম আভাস পেয়েছেন তিনি। তাঁকে যে একজন এত বিখ্যাত গায়ক বহুদিন ধরে পছন্দ করতেন একথা আগে জানতেন তিনি? এমনিই এক ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।
মালাইকা দীর্ঘদিন দাম্পত্যে ছিলেন আরবাজ খানের সঙ্গে। তারপর সেই বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁকে সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল, অর্জুন কাপুরের সঙ্গে। কিন্তু এখন সেটাও অতীত। একদিকে, যেমন নিজের নতুন একলা জীবন শুরু করেও বেশ মজাই রয়েছেন তিনি। ঠিক তখনই, গায়ক এ পি ধিলন জানিয়েছেন, তিনি নাকি মালাইকার বড় ভক্ত। শুধু তাই নয়, তিনি ছোট থেকে অভিনেত্রীকে বড্ড ভালবাসেন। এপির সঙ্গে গান গাইতে স্টেজে উঠলেন মালাইকা। তারপর, শিল্পী তাঁর চোখের দিকে তাকিয়ে এক নাগারে গেয়ে গেলেন গান।
আর অভিনেত্রী নিজেও সেটা উপভোগ করলেন। মাঝেমধ্যে একটু লজ্জাও পেলেন। এবং শিল্পী জানিয়েছেন, মালাইকা তাঁর ক্রাশ বহুদিন ধরে। তাই, সামনে দেখে যেন আলাদাই উন্মাদনা অনুভব করছিলেন তিনি। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে কনসার্ট থেকে। মালাইকার সঙ্গে গান গাইতে গাইতে একটা সময় তাঁর কাঁধে হাত দিয়ে সকলের সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালেন। আর সবশেষে...
ভালবাসার মানুষকে কাছে দেখলে, একটু মুহূর্ত উদযাপনের জন্য হলেও তাঁকে জড়িয়ে ধরতে হয়। এপি নিজেও তাই করলেন। মালাইকাকে জড়িয়ে ধরলেন। আর এই দৃশ্য দেখে অনেকেই জানতে চাইছেন, তাহলে কি নতুন সম্পর্ক শুরু হতে চলেছে? আবার কেউ বললেন, মালাইকা একাই গোটা শোয়ে চার চাঁদ লাগিয়ে দিলেন। যদিও কনসার্টে তারকাদের উপস্থিতি নতুন নয়।
সেদিন দিলজিতের কনসার্টে দীপিকা পাড়ুকোন গিয়েছিলেন। তাঁর আগে অরিজিতের কনসার্টে দেখা গিয়েছিল পাকিস্তানি তারকা মাহিরা খানকে। আর এবার এপির সঙ্গে স্টেজ মাতালেন মালাইকা।