Dileep Shankar Mysterious Death: নতুন বছরকে স্বাগত জানাতে দিন গুনছে বিশ্ববাসী। আর ঠিক ২০২৪ শেষ হওয়ার প্রাকাল্লে মন খারাপ করা খবর। সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে রহস্য মৃত্যু জনপ্রিয় অভিনেতার। রবিবার হোটেলের ঘর থেকে উদ্ধার হল পচা-গলা দেহ। প্রয়াত অভিনেতার নাম দিলীপ শংকর। তীরুভনন্তপুরমের একটি হোটেলের ঘর থেকেই উদ্ধার হয়েছে মালায়ালি অভিনেতা দিলীপের দেহ।
সিরিয়াল নির্মাতাদের কথায়, দুদিন আগে সেটে এসেছিলেন। তারপর আর ফ্লোরে আসেননি তিনি। যে ধারাবাহিকে কাজ করেছিলেন, নির্মাতারা আরও জানিয়েছেন শটের মাঝে বিশ্রাম নিতে হোটেলে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর ফিরে আসার কথা ছিল। পুলিশ ঘটনার তদন্ত করছে।
দিলীপের আচমকা মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিরিয়াল থেকে সিনেমা সবতেই সিদ্ধহস্ত ছিলেন দিলীপ। তাঁর একটা বিরাট ফ্যান ফলোয়ার্সও আছে। Panchagni ধাপাবাহিকে কাজ করার মাঝেই রহস্য মৃত্যু অভিনেতা দিলীপ শংকরের।
Chandrasenan চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। টেলিভিশন সিরিজ Ammayariyathe-এর জন্যও সুনাম অর্জন করেছেন প্রয়াত মালায়ালি অভিনেতা দিলীপ শংকর। অভিনেতার রহস্য মৃত্যুর কারণ জানতে উদগ্রীব তাঁর অনুরাগীরা।
সূত্রের খবর, হোটেলের কর্মীরা জানিয়েছেন গত দু'দিন তাঁকে বাইরে আসতে দেখেননি। রবিবার সকালে অভিনেতার ঘর থেকে দুর্গন্ধ পান তাঁরা। ঘরে ঢুকেই একবারে থ! চোখের সামনে পড়ে রয়েছে মালায়ালি অভিনেতা দিলীপ শংকরের নিথর দেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হোটেলে পৌঁছায়।
News9Live-কে Cantonment ACP জানান, ফরেন্সিক দল হোটের ওই ঘরটি পরীক্ষা করছে। ময়নাতদন্তের পর বাকি আপডেট দেওয়া সম্ভব। তবে পুলিশের কথা অনুযায়ী, হোটেলের ঘরে কোনও পচা গন্ধ ছিল না।
দিলীপের শোয়ের পরিচালক মনোজ যাঁর সঙ্গে দিলীপ কাজ করেছিলেন তিনি জানান, ফোনেও যোগাযোগ করা যায়নি। সহ অভিনেতাদের ফোনও ধরেননি। মনোজ আরও জানিয়েছেন, দিলীপের কিছু শারীরিক সমস্যা ছিল। তবে কী সমস্যা সেই বিষয়ে কিছু জানেন না।